একটা থিউরি আছে : মুসলিমদের কোনো দলের বিরুদ্ধে অতিরিক্ত কঠোর হলে এক সময়ে সেই কঠোরতা আবার তার দিকে ফিরে আসে যে কঠোর ছিলো।
১
আহলে হাদিসের অনুসারীরা এক সময় হানাফিদের বিরুদ্ধে গায়ে পড়ে লাগতো। বহু বছর যায় এরকম।
এর পর ফারাজী সাহেব এবং আরো অন্যান্যরা এগিয়ে আসেন। আল্লাহ তায়ালা তাদের দিয়ে অনেক সমস্যা সমাধান করান।
তবে ফারাজী সাহেবের মাঝে কিছু অতিরিক্ত কঠোরতা চোখে পড়তো। যেমন আন-ইনভাইটেড কারো মজমায় হাজির হয়ে যাওয়া। বার বার ফোন করে বিরক্ত করতে থাকা, এবং অডিও রেকর্ড প্রকাশ করা। এ ধরনের।
এখন হুবহু একই কাজগুলো ফারাজী ভাই এবং অন্যদের উপর করছে উনাদের পরের ইয়ং জেনারেশনের ছেলেপেলেরা যারা ভারত থেকে আসছে।
২
কঠোরতা দরকার আছে নয়তো জীবন চলবে না। তবে অতিরিক্ত না।
চেক এন্ড ব্যলেন্সের এই দাগটা কোথায় টানতে হবে?
জানা নেই।
কেউ যদি বলে "আমি জানি! এইখানে টানতে হবে।" তবে তার কথাও যে ঠিক এমন কোনো নিশ্চয়তা নেই।
৩
সঠিক আর ভুলের মাঝে জীবন চলে।
মু'মিন নিয়ত করে গুনাহ করে না। ভুল করে করে।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা করুন।
- Comments:
- সপ্তাহ দুয়েক ধরে খোলা।