-58-
৩-৫
উনি হবেন শ্রেষ্ঠ মানুষদের নেতা।
উনার সাহায্যকারি আর বায়াতকারি হবে কুফা বাসি,
ইয়ামেন বাসি, শামের আবদালগন।
অগ্রে থাকবেন জিব্রাঈল আর মিকাঈল,
সৃষ্টির সবচেয়ে পছন্দনিয়রা।
উনার হাত অন্ধ-ফিতানাকে দূর করবে।
দুনিয়াবাসী শান্তিতে থাকবে।
শেষে এক মহিলা হজ্জ করবে
পাচ জন মহিলার সাথে
যাদের সাথে অন্য কোনো লোক নেই
এর পরও আল্লাহ ছাড়া তাদের কোনো ভয় নেই।
৩-৬
অন্যান্য নবীদের বইয়ে এটা লিখা আছে যে উনার মাঝে
না জুলুম থাকবে, না দোষ।
৩-৭
তুরষ্কে উনি সেনা পাঠাবেন এবং তাদের পরাজিত করবেন।
তাদের মাল ও বন্ধিদের নেবেন।
এর পর সিরিয়ায় দিকে ছুটে সিরিয়াকে মুক্ত করবে।
এর সকল কৃতদাসদের মুক্ত করবেন।
তাদের মূল্য দিয়ে দেবেন।
৩-৮
তারা সঠিক পথে থাকবে ৩৯ বছর ধরে।
ছোটরা বলবে, "হায় যদি আমি বড় হতাম!"
বড়রা বলবে, "হায় যদি আমি ছোট হতাম।"
৩-৯
মাহদি থাকবেন ৪০ বছর।
৩-১০
মাহদির হায়াত হবে ৩০।
একে তিন ভাগে ভাগ করা যায়।
উনার হায়াত দ্বারা বুঝানো হতে পারে সম্রাজ্য টিকে থাকা।
ত্রিশ পার হবে ভাঙ্গন থেকে রক্ষায়।
চল্লিশ পার হবে এটা জোড়া লাগাতে।
( Note: শেষ পয়েন্টটা যতটুকু বুঝেছি, ভুল হতে পারে। আরবী পাশে দেয়া আছে in any case )