পেত্রা-মক্কা - ৭
১
FAQ:
"কিবলা কোন দিকে এর এংগেল বের করেছেন কিভাবে?"
Great Circle Bearing ফর্মুলা দিয়ে। নেটে খূজলে পাবেন। javascript এ ফর্মুলাও পাবেন কিছু পেইজে যেটা দিয়ে নিজে হিসাব করতে পারবেন।
"আপনি কোন পেইজ থেকে হিসাব করেছেন?"
নিজের কোড দিয়ে।
"বিয়ারিং এংগেল কি বুঝায়? এ থেকে দিক বের করেন কিভাবে?"
উত্তর দিকে থেকে ঘড়ির কাটার দিক ধরে কত ডিগ্রী। এই ভাবে ৯০ ডিগ্রি বিয়ারিং মানে পূর্বে। আবার ২৭০ ডিগ্রি মানে পশ্চিমে।
"বিয়ারিং দিয়ে হিসাব কি ঠিক আছে? অন্যরা কিভাবে করে?"
সবাই বিয়ারিং দিয়ে করে। সব এপস এ।
২
Limits & Assumptions:
গ্লোব হলো একটা sphere। এবং sphere এর projection যখন একটা flat surface map এর উপর ফেলা হয় তখন এর alignment, proportion, angle পারফেক্ট থাকে না।
এ জন্য খুব বেশি একুরেসি এখানে খূজতে যাওয়া ভুল। কিন্তু ভদ্রলোক এগুলো নিজেও বুঝেন কিনা সন্দেহ আছে। এবং উনি বলছেন উনি google earth থেকে হিসাব করেছেন। তাই উনার কথা মত google earth থেকেই হিসাব করে দেখলাম উনার কথা ঠিক আছে কিনা।
৩
এত সুক্ষ্ম এংগেল ধরে সাধারনতঃ মসজিদ তৈরি হয় না। যেমন বাংলাদেশে মসজিদ তৈরি হয় পশ্চিম দিকে। পশ্চিম থেকে এত ডিগ্রি উত্তরে বা দক্ষিনে ঘুরিয়ে করতে হবে এটা কেউ ফলো করে না। আর মক্কা ও পেত্রা দুটোই বাংলাদেশ থেকে পশ্চিমে।
এখন এগুলো থেকে যে কেউ GPS দিয়ে মেপে দাবি করতে পারে "বাংলাদেশের মসজিদগুলোর কিবলা পেত্রার দিকে। আমি মেপে দেখেছি।" :V
উল্লেখ্য GPS দিয়ে angle মাপা যায় না। শুধু লোকেশন। কিন্তু উনি angle মেপেছেন বলে দাবি করছেন, তাই বললাম।
৪
Conclusion:
উনি যে মসজিদগুলোর কথা বলেছেন সেগুলোর কিবলা সোজা মক্কা থেকে ১০ ডিগ্রির মাঝে। যেটা এক্সেপটেবেল। বাংলাদেশের মসজিদগুলোর কিবালাও মক্কা থেকে ৮-১০ ডিগ্রির মাঝে।
কোনোটা ডানে ৫-১০ ডিগ্রি। আবার কোনোটা বায়ে ৫-১০ ডিগ্রি। এর সাথে পেত্রার কোনো সম্পর্কে নেই। এবং আর্ধক মসজিদ বরং পেত্রা যেদিকে তার উল্টো দিকে ৫-১০ ডিগ্রি বাকানো।
এবং উনি এই সব জায়গায় মিস লিডিং কথাবার্তার আশ্রয় নিয়েছেন।
মানে nothing to see here. ভুয়া।
#MeccaNotPetra