Post# 1508430854

19-Oct-2017 10:34 pm


নিজের কথা - ২ : "তর্কে আপনি জবাব দেন না কেন?"

কেউ কিছু বললো। জবাব দিতে হবে। রেফারেন্স খুজতে যাই। খুজার সময় মন হয়,


সেই হাদিস যেখানে : তর্কে জিতার জন্য যে ইলম অর্জন করে তাকে হুশিয়ার করা হয়েছে।


সেই হাদিস যেখানে : মজমায় প্রশংসা পাবার জন্য যে ইলম অর্জন করে তাকে হুশিয়ার করা হয়েছে। ফেসবুক আমাদের মজমা।


সেই হাদিস যেখানে : যে চায় তার কাথাই সবাই শুনুক-মানুক তাকে হুশিয়ার করা হয়েছে।

এর পর হাত গুটিয়ে ফেলি।
যা জানা শুধু নিজের প্রয়োজনে জানা।
তর্কে জবাব দেবার জন্য না।

হাশরের মাঠে জিতলেই হলো।
বাকিগুলোতে পরাজয়ের কষ্ট এর পর আর মনে থাকবে না, ইনশাল্লাহ।

    Comments:
  • There's large discussion on this topic with varying opinion. Therefore it's hard to come up with a single conclusion. But as always the truth lies somewhere in the middle. And where in the middle, that you probably will self realize over time as you go on reading books, or scholarly discussions on it.

19-Oct-2017 10:34 pm

Published
19-Oct-2017