Post# 1507107563

4-Oct-2017 2:59 pm



১৯৮৭ সালে আবাহনী-মোহামেডান ম্যচে ছিলো স্বরনীয়। ৯০ মিনিটের খেলা শেষে দুই দল নিজেদের যৌথ চ্যম্পিয়ান ঘোষনা দিয়ে মাঠে দৌড়াতে থাকে।

এটা নিয়ে পরে ক্যলেংকারি, বহিষ্কার অনেক কিছু হয়। তখন পর্যন্ত মূল খেলা ড্র হলে পরে কি হবে এটা নিয়ে কোনো নিয়ম ছিলো না। কর্মকর্তারা মাঠে বসে স্বিদ্ধান্ত দিতো। কিন্তু কর্মকর্তাদের বাদ দিয়ে স্বিদ্ধান্তটা খেলোয়াড়রা নিয়েছিলো বলে দ্বন্ধ।

এ ছিলো আমার শেষ ফুটবল খেলা দেখা।


১৯৯২ সালে পাকিস্তান ইমরান খানের নেতৃত্বে ওয়ার্লড কাপ জিতে। তখন ছিলো রমজান মাস।

এটা ছিলো শেষ ক্রিকেট দেখা।


ইন্টারেস্টিংলি এই বছর রমজানে পাকিস্তান আবার ওয়ার্ল্ড কাপ জিতে। এর পর ওয়েব সাইটে হিট দুই-তিন গুন বেড়ে যায়। সবার টার্গেট ছিলো ১৯৯২ সালে পাকিস্তান যখন জিতেছিলো তখন রমজান ছিলো কিনা সেটা কনফার্ম করা।

    Comments:
  • "এ ছিলো শেষ খেলা দেখা" মানে ঘটনাগুলো ঘটেছে বয়সের একটা প্রান্তে। এর পর আর ভালো লাগতো না। "ঘটনাগুলো নিন্দনীয় ছিলো তাই" তা না।

4-Oct-2017 2:59 pm

Published
4-Oct-2017