Post# 1507983595

14-Oct-2017 6:19 pm


-60-

৩-১৭
উনার আগে নেতৃত্বে থাকবেন একজন আফ্রিকান ১২ বছরের জন্য।
এর পর নেতৃত্ব দেবেন বাদামি রংগের এক লোক।
এর পর মাহদির দিকে রওনা হবে
উনার অনুসরনের জন্য আর উনার পক্ষে যুদ্ধ করার জন্য।

৩-১৮
উনার আগে একটা কালো পতাকা আসবে খুরাসান থেকে, কুফা হয়ে।
এর পর মক্কার কাছে এলে মক্কাতে উনার কাছে দল পাঠাবে।

৩-১৯
উনার খুরুজের আলামত এই যে বনি আব্বাসের যাতা ঘুরবে।
পতাকাবাহীরা তাদের ঘোড়ার গায়ে সিরিয়ার জলপাই লাগাবে।
দুটো গোত্রের পতন হবে : বনু জাফর, বনু আব্বাস।
কলিজা খেকোর সন্তান, মানে সুফিয়ানি দামেশকের মিম্বরে বসবে।
আর বরবর জাতী সিরিয়ার রাস্তায় বেরুবে।

[ টিকায় : কলিজা খেকো বলতে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ কে বুঝানো হয়েছে ]
বরবর : আফ্রিকার উপজাতিগুলো।

৩-২০
উনার আগে সুফিয়ানি তার ঘোড়া আর বাহিনী নিয়ে বেরুবে।
সে পূর্বদিকের লোকের কাছে যাবে, খুরাসান পারস্যে আর পারস্যের ভুমিতে।
তারা বিদ্রোহ করবে। তার সাথে বহুবার যুদ্ধ করবে সংখ্যায়।
এর পর এক হাশেমির ডান হাতে বায়াত নিবে।
আল্লাহ তার কাজ ও রাস্তাকে সহজ করে দেবেন।
এর পর খূরাসানবাসীদের থেকে ৫০০০ লোক বেরুবে।
যাদের নেতৃত্বে থাকবে শুয়াইব বিন সালেহ আল-তামিমি।
যিনি অনারব মুসলিম [মাওয়ালি]।
হলুদ রং।
অল্প হায়াতের।
কাউসাজ [মানে যার পুরো মুখে দাড়ি নেই, কিন্তু শুধু থুতনিতে দাড়ি]
পর্বতের মুখি মুখি হলেও তারা সেটা ধ্বংশ করে দেবে।
এর পর সুফিয়ানি বাহিনীর মুখোমুখি হবে।
প্রচন্ড যুদ্ধ হবে তাদের মাঝে।
সুফিয়ানি জিতবে, এবং হাশেমিরা পলাবে।
তামিমি পলিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌছবে।
*হাশেমি শামের রাস্তায় পৌছলে তাকে তার পদ দেয়া হবে।
এই হাশেমির ভাই হলো মাহদি, পিতার দিক থেকে।
বা বলা হয়েছে, চাচাতো ভাই।
পরাজিত বাহিনির বাকিরা মক্কায় পৌছবে।
এবং মাহদি যখন বাহির হবে তখণ তারাও বেরিয়ে আসবে।

এই লাইনের অনুবাদে ভুল থাকতে পারে। ভুল ধরা পড়লে ঠিক করে দেবো ইনশাল্লাহ।

14-Oct-2017 6:19 pm

Published
14-Oct-2017