আকিদা:
১
আকিদার জন্য আমাদের মত আম-দের জন্য এতটুকু যথেষ্ট যে,
আমানতু বিল্লাহি - আল্লাহকে বিশ্বাস করি।
ওয়া মালাইকাতিহি - উনার ফিরিস্তাদের।
ওয়া কুতুবিহি - উনার কিতাব সমুহতে।
ওয়া রাসুলিহি - উনার রসুলদের।
ওয়াল ইয়ামুল আখিরি - আখিরাতে।
ওয়াল কাদরি, খাইরিহি.. - তকদিরে, ভালো মন্দ আল্লাহ থেকে আসে।
ওয়া বা'সা বা'দার মাউত - মৃত্যুর পরে আবার জীবিত হওয়াতে।
আর দ
২
এর মাঝে তর্ক, শর্ত, এক্সটেনশন আনা হয় এভাবে --
"আমানতু বিল্লাহি" হবে না, যদি না তুমি ___
"কুতুবিহি" তে তোমার বিশ্বাস মিথ্যা, যদি না তুমি ___
৩
"কেউ যদি উপরের গুলো বলে, আবার বিশ্বাস করে এই, তাহলেও কি তাকে ঠিক বলবেন?"
এটা আলেমগন দেখবেন। এর জন্য ফতোয়া আছে।
ব্যক্তিগত ভাবে আমি নিজে যদি ঐ রকম কিছু বিশ্বাস না করি, তবে সেটা নিয়ে আমি এখনই বিচলিত না।