Post# 1507448936

8-Oct-2017 1:48 pm


ভালো অবস্থায় থাকতে থাকতে নিজেদেরকে Entitled মনে করি।
"আমাদের প্রাপ্য"
এগুলো Granted.
এর পর কি?

"এর পর আর কি পাবো?" -- সেটা যদি না পাই তবে মনে হয় জীবন অর্থহীন।
আমি একজন বঞ্চিত।
যেন কিছুই নেই।
বেচে থাকার কারন নেই।
যাদের সব আছে তাদের অনেকেই একারনে আত্মহত্যা করে।

দুঃখ কষ্ট এর নিরাময়ক।
উপর থেকে নিচে পতন কষ্টকর।
কিন্তু মানুষ বুঝতে পারে কোন কোন জিনিস তার প্রাপ্য ছিলো না --
এর পরও আল্লাহ তাকে দিয়েছিলেন।

যে যথেষ্ট শুকরিয়া আদায় করে, তার নিয়ামত আল্লাহ বাড়ান।
কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া করে না।

8-Oct-2017 1:48 pm

Published
8-Oct-2017