Post# 1509350730

30-Oct-2017 2:05 pm


তিন ধরনের সময় আমরা ব্যবহার করি:

  • স্ট্যন্ডার্ড টাইম : আমাদের ঘড়ির সময়। সবার ঘড়ি-মোবাইলে যে সময় দেখায়।

    - লোকাল টাইম : সূর্য যে এলাকায় যখন ঠিক মাথার উপর থাকে তখন সেই এলাকার লোকাল টাইম দুপুর ১২ টা। ঘড়ি আসার আগে সবাই এই সময় ব্যবহার করতো। স্ট্যন্ডার্ড টাইমের সাথে এর পার্থক্য এ দেশে সর্বোচ্চো ১৫ মিনিট। আগে বা পরে হয়।

    - সাইডেরিয়াল টাইম : সূর্যের বদলে আকাশের তারকা বা বুরুজ ঘুরে দিনের শেষে একই জায়গায় ফিরে আসলে ২৪ ঘন্টা। এটা বেশি ব্যখ্যা করলাম না।


    "সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, নাকি পৃথিবী সূর্যের চারি দিকে?"

    দুটোই ঠিক। উত্তর নির্ভর করে কেন্দ্র কোথায় ধরা হচ্ছে তার উপর। কেন্দ্র তিন জায়গায় ধরার প্রচলন আছে। বিভিন্ন হিসাবের সার্থে।

    - সূর্যের কেন্দ্রে। একে বলে হেলিও সেন্ট্রিক কোঅর্ডিনেট সিসটেম। তখন সবকিছু সূর্যের চারদিকে ঘুরে।

    - পৃথিবীর কেন্দ্রে। একে বলে জিও সেন্ট্রিক কোঅর্ডিনেট সিসটেম। তখন সূর্য সহ সবকিছু পৃথিবীর চারদিকে ঘুরে।

    - কোনো শহর বা এলাকাকে কেন্দ্র ধরে। একে বলে টপো সেন্ট্রিক কোঅর্ডিনেট সিসটেম। সবকিছু ঐ এলাকাকে কেন্দ্র করে ঘুরে।

    নামাজের সময় হিসাবের সময় আমরা আরম্ভ করি সূর্যের কেন্দ্র থেকে, সেখান থেকে হিসাব আসে পৃথিবীর কেন্দ্রে। শেষে শহর বা এলাকার হিসাব দিয়ে শেষ করা হয়।

    30-Oct-2017 2:05 pm

  • Published
    30-Oct-2017