তিন ধরনের সময় আমরা ব্যবহার করি:
১
- লোকাল টাইম : সূর্য যে এলাকায় যখন ঠিক মাথার উপর থাকে তখন সেই এলাকার লোকাল টাইম দুপুর ১২ টা। ঘড়ি আসার আগে সবাই এই সময় ব্যবহার করতো। স্ট্যন্ডার্ড টাইমের সাথে এর পার্থক্য এ দেশে সর্বোচ্চো ১৫ মিনিট। আগে বা পরে হয়।
- সাইডেরিয়াল টাইম : সূর্যের বদলে আকাশের তারকা বা বুরুজ ঘুরে দিনের শেষে একই জায়গায় ফিরে আসলে ২৪ ঘন্টা। এটা বেশি ব্যখ্যা করলাম না।
২
"সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, নাকি পৃথিবী সূর্যের চারি দিকে?"
দুটোই ঠিক। উত্তর নির্ভর করে কেন্দ্র কোথায় ধরা হচ্ছে তার উপর। কেন্দ্র তিন জায়গায় ধরার প্রচলন আছে। বিভিন্ন হিসাবের সার্থে।
- সূর্যের কেন্দ্রে। একে বলে হেলিও সেন্ট্রিক কোঅর্ডিনেট সিসটেম। তখন সবকিছু সূর্যের চারদিকে ঘুরে।
- পৃথিবীর কেন্দ্রে। একে বলে জিও সেন্ট্রিক কোঅর্ডিনেট সিসটেম। তখন সূর্য সহ সবকিছু পৃথিবীর চারদিকে ঘুরে।
- কোনো শহর বা এলাকাকে কেন্দ্র ধরে। একে বলে টপো সেন্ট্রিক কোঅর্ডিনেট সিসটেম। সবকিছু ঐ এলাকাকে কেন্দ্র করে ঘুরে।
নামাজের সময় হিসাবের সময় আমরা আরম্ভ করি সূর্যের কেন্দ্র থেকে, সেখান থেকে হিসাব আসে পৃথিবীর কেন্দ্রে। শেষে শহর বা এলাকার হিসাব দিয়ে শেষ করা হয়।