ইয়ংদের মাঝে একটা misconception আছে যে কোনো দলে যোগ দেয়া এবং সেই দলের অনুগত হয়ে চলা ফরজ বা ওয়াজিবের মত। যে এরকম করলো না সে যেন নিজের খেয়াল খুশি মত চলছে, যা খারাপ।
এটা ভুল ধারনা।
বরং কেউ যখনই ইসলাম গ্রহন করলো তখনই সে মুসলিমদের জামাতে প্রবেশ করলো। এর পর এই জামাতের উপরই তার সন্তুষ্ট হয়ে যাওয়া উচিৎ।
বিশাল এই মুসলিম জামাতের মাঝে থেকেও কেউ যদি এর উপর সন্তুষ্ট না থাকে। এবং ভয় করে : এত বিশাল সংখ্যক লোকদের মাঝে থেকে আমি পথ হারা হয়ে যাবো। বরং আমার উচিৎ আরো ছোটো কোনো দলে যোগ দেয়া। যারা আমাকে একের পর এক মিশন এসাইন করবে এবং আমি সেগুলো অনুগত হয়ে পালন করে একের পর এক লেভেল অতিক্রম করবো। তবে সে বস্তুত্ব একটা ব্লু হোয়েল গেইমে ঢুকে গিয়েছে।
আমি জিনিসটাকে এই ভাবে দেখি।
- Comments:
- FAQ: এর পর যা প্রশ্ন আছে নিজে খুজে নিন।