১
সত্যিকার ভাবে আমার আরবির লেভেল এখনো ক্লাস থ্রী এর বাচ্চার সমান রয়ে গিয়েছে। এর থেকে বাড়ে নি।
২
বয়সের একটা প্রান্তে পৌছে গেলে নতুন কিছু শেখার দিকে আগ্রহ থাকে না। একটা বয়সের পর নতুন কিছু শিখলেও সেটা আমল করার সময় সে পাবে না।
৩
সামনের বিশ বছরে কোন ইলম-জ্ঞান একজন মানুষের দুনিয়াতে সবচেয়ে বেশি কাজে লাগবে?
সেটা নির্ভর করে সামনে কি উঠবে কি নামবে সেটা সে কতটুকু সঠিক ভাবে ধারনা করতে পারছে তার উপর।