Facebook Posts - June 2017

1-Jun-2017 4:57 am


রোজা/জাকাত এগুলো নিয়ে মানুষের হাজার প্রশ্ন।

আমরা কমন উত্তর দেই "আলেমকে জিজ্ঞাসা করো।"

কিন্তু রিয়ালিটি হলো আমার কাধের উপর বসে প্রতি ক্ষনে ক্ষনে প্রশ্নের উত্তর দেবার জন্য যদি কোনো আলমে না পাওয়া যায়, তবে আমাকে প্রশ্ন নিয়ে আটকে বসে থাকতে হবে।

একারনে বেস্ট হলো মাসলার একটা বই পড়ে নেয়া। হানাফি মাজহাব অনুসারীদের জন্য বহু বছর ধরে চলে আসছে আশরাফ আলীর "বেহেস্তি জেওর"। এর অসংখ্য বাংলা অনুবাদ বাজারে পাওয়া যায়। একটা কিনে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে প্রায় সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

আরো জ্ঞানি গুনী মানুষের জন্য হিদায়া, ফতোয়ায়ে আলমগিরি এই বইগুলো বাংলায় পাওয়া যায়। কিনে পড়ে নিতে পারেন।

এগুলো হানাফিদের জন্য।

এর পরও প্রশ্ন থাকলে গুগুল করেন। বাংলা বা ইংরেজি বা আরবীতে প্রশ্নটা লিখে গুগুল সার্চ দিন। কোনো ফতোয়ার সাইটে উত্তরটা পেয়ে যাবেন, ইণশাল্লাহ।

এর পরও প্রশ্ন থাকলে আলেমদের জিজ্ঞাসা করে নিতে পারেন।

আহলে হক মিডিয়ার ওয়েব সাইটে গিয়ে প্রশ্ন করতে পারেন। তিন থেকে সাত দিনের মাঝে উত্তর দিয়ে দেবে ইনশাল্লাহ।

http://ahlehaqmedia.com/

অথবা মুফতি মেরাজ তাহসিনের ফেসবুক পেইজে গিয়ে উনাকে মেসেজ পাঠাতে পারেন।

https://www.facebook.com/profile.php?id=100006155237973

বা আরো যা কিছু আছে।

#HabibFAQ

    Comments:
  • Right. কমেন্টটা মুছে দিয়েছি। :-)
  • আমি ৫০ টাকা দিয়ে কাটাই। পার প্যন্ট।

1-Jun-2017 4:57 am

1-Jun-2017 12:17 pm


"covfefe" -- after math.

https://www.youtube.com/watch?v=N1-xc3Q7iTE

    Comments:
  • গ্রুপটা দেখলাম। দুর্দান্ত! "নসিহা পরামর্শের" মত পোলাপাইনা গ্রুপ না :-)
    ফেসবুকের সব ফতোয়া একটা ওয়েব সাইটে সংগ্রহ করতে পারলে মানুষের অনেক উপকার হতো। Me thinks.

1-Jun-2017 12:17 pm

1-Jun-2017 2:08 pm


তারাবীর রাকাত নিয়ে মুসান্নাফ ইবনে আবি শায়বার হাদিস সমুহ, ১৩ টি।
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • //সময়টা কাটানোর জন্য দোকান বা জমায়েত তালাশ করে// <-- আগের যুগে এটা ছিলো।
    বর্তমানে সময় কাটানোর জন্য ফেসবুক করে।

1-Jun-2017 2:08 pm

1-Jun-2017 7:52 pm


দোয়া,
রাসুলুল্লাহ ﷺ এই দোয়াটা পড়তেন।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

হে আল্লাহ আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা আর অভাবমুক্তি চাচ্ছি।

হাদিস/মুসলিম শরিফ।

#HabibDua

1-Jun-2017 7:52 pm

1-Jun-2017 10:51 pm



তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে।
মাটি দিয়ৈ সে পবিত্র হয়।
মাটিতে মাথা ঠেকিয়ে সিজদা করে।
মৃত্যুর পরে মাটিতে ফিরে যায়।


দৌড়াবে না! কাহিল হয়ে যাবে।
আস্তে হেটো না, গন্তব্যে পৌছতে পারবে না।
সামনে লম্বা পথ।


"বন্ধু হিসাবে আল্লহ যথেষ্ট।"
"সাহায্যকারী আল্লাহ যথেষ্ট।"
"জ্ঞানী আল্লাহ যথেষ্ট।"
"হিসাব নেবার জন্য আল্লাহই যথেষ্ট।"
"সাক্ষী আল্লাহ যথেষ্ট।"
"উকিল আল্লাহ যথেষ্ট।"
সুরা নিসা - ৬,৪৫,৭০,৭৯,১৩২

#HabibSays

    Comments:
  • Dark matter!
    Multiverse doesn't exist.

1-Jun-2017 10:51 pm

2-Jun-2017 11:22 am


Job interview questions at Facebook

How many birthday posts occur on Facebook on a given day?

  • Data scientist

    Given a binary tree, write code to print the tree out line by line.

  • Software engineer

    You can roll a dice three times. You will be given $X where X is the highest roll you get. You can choose to stop rolling at any time (example, if you roll a 6 on the first roll, you can stop). What is your expected payout?

  • Data scientist

    Estimate the number of airports in the U.S.

  • Product manager

    How much money is spent on the internet?

  • Account manager

    How would you redesign the features/functionality of a television remote control?

  • Product designer

    How would you sell Facebook to clients? What are the benefits of advertising over Facebook, as you see it?

  • Client partner

    Analyze the iPhone ‘folder’ mechanism for grouping apps and suggest ways it could be improved.

  • Product designer

    Tell me your plan of action if you saw that photo uploads suddenly dropped by 50%.

  • Operations associate user intelligence

    Two points are randomly placed on a line of length 1. What is the probability that the three segments created form a triangle?

  • Product analyst
      Comments:
    • How many টাইপের question গুলোতে Estimation process টা দেখে। মুখস্ত বিদ্যা না।

    2-Jun-2017 11:22 am

  • 2-Jun-2017 2:15 pm


    Tech : Rust & Go

    দুটো নতুন ল্যংগুয়েজ এই দশকে ময়দানে এসেছে। Google এর "Go" আর ফ্রি ওপেন সোর্স "Rust".

    Go গারবেজ কালেকটেড। এটা PHP/Python/Ruby এর কম্পিটিটর। কম্পাইলড। এবং এই ধারাতে ভালোই করছে।

    Rust এ কম্পাইলার বুঝে নেয় কোথায় কখন মেমোরি রিলিজ করতে হবে এবং সেইভাবে মেমরি মেনজ করে। গার্বেজ কালেকটেড না, আবার মেনুয়েলি মেমরি মেনেজ করতে হয় না। এটা C/C++ এর কম্পিটিটর। সিসটেমস প্রোগ্রামিংয়ে।

    Go ইতিমধ্যে বাজারে স্থান নিয়ে নিয়েছে।

    কিন্তু Rust যদিও হেভিলি হাইপড, এটা ট্রাইড এন্ড ট্রু না। আরো কিছু দিন মানুষ ব্যবহার করলে বুঝা যাবে এর সুবিধা-অসুবিধা।

    #HabibTech

    2-Jun-2017 2:15 pm

    2-Jun-2017 3:07 pm



    জু্ম্মার আজান সৌদিতে এখন দুটো হয়। হারামাইনে।

    প্রথম আজান হয় জোহরের ওয়াক্তে আরম্ভ হবার ৩০ মিনিট আগে।
    দ্বিতীয় আজান: ওয়াক্ত হবার সাথে সাথে।

    দ্বিতীয় আজান দিয়েই খুতবা আরম্ভ হয়।


    কিছু আলেম বলেন --"লা ইলাহা ইল্লাল্লাহ" কালেমার এর সাথে "মুহাম্মদ রাসুলুল্লাহ" নেই। ইউটুবে তাদের ভিডিও আছে। ফেসবুকে কিছুদিন আগে একটা ছবি সার্কুলেশন হয়েছিলো যেখানে কোনো এক মসজিদে কালেমার দ্বিতীয় অংশটা কাগজ দিয়ে ঢেকে দেয়া হয়েছে।

    একই ভাবে মসজিদের দেয়ালে "আল্লাহু" ও "মুহাম্মদ" ﷺ এর নাম পাশা পাশি লিখা নিয়েও উনারা আপত্তি করেন। তাদের মতে একই লেভেলে দুটো না লিখে আল্লাহু উপরে লিখতে হবে। যেমন কিনা রাসুলুল্লাহ ﷺ এর আংটি মুবারকে লিখা ছিলো।


    মদিনাতে মসজিদে নববীর ঝাড়বাতির প্রতিটার গায়ে লিখা আছে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" সম্পূর্ন।

    এবং এর দেয়ালে "আল্লাহ" এবং "মুহাম্মদ ﷺ" পাশা পাশি লিখা আছে। একই লেভেলে।

    এটা প্রমান করে যে ঐ দাবিগুলো সৌদি সরকারী আলেমদের মত না।

    #HabibSees

    2-Jun-2017 3:07 pm

    2-Jun-2017 8:00 pm


    As for me, Redhat/CentOS user thinking about switching to NixOS.

    2-Jun-2017 8:00 pm

    2-Jun-2017 11:13 pm


    অধিকাংশ সময় আমরা ভালোকে ভালো হিসাবে চিনতে পারি না।
    কারন আমরা আশা করতে থাকি আরো ভালো কিছুর।

    ফিজিক্যলি যার নাক কাটা গিয়েছে, তার মত বিপদগ্রস্থ আমি না।
    এর পরও আমার ছোটখাটো কষ্টগুলো আমাকে উত্তেজিত করে তুলে।

    থাইলেন্ডে হয়তো কোনো বুদ্ধ পুজা করে।
    মুসলিমদের মাঝে যারা আমার শত্রু -- তারা কেউ ঐ বুদ্ধের মত না।

    #HabibFeels

    2-Jun-2017 11:13 pm

    3-Jun-2017 1:37 pm


    Job interviews like...

    3-Jun-2017 1:37 pm

    3-Jun-2017 2:51 pm



    ছোটবেলায় যখন মসজিদে যেতাম, রমজানে, যে কোনো ওয়াক্তে, মসজিদ ভরা লোক থাকতো, অধিকাংশ মুরুব্বি, কোরআন তিলওয়াত করছে। প্রথম কাতারের প্রায় সবাই তিলওয়াতে। জামাতের সময় হয়ে গেলে সবাই বন্ধ করে নামাজে দাড়াতো। ৮০র দিকে।

    এটা এখন আর দেখা যায় না। মসজিদে কেউ তিলওয়াত করে না। তবলিগ ওয়ালা দুই একটা ছেলে কদাচিৎ হয়তো।


    ঐ সময়ের যারা মুরুব্বি ছিলো তারা স্কুলে যায় নি। মক্তবে পড়া লিখা করেছে। বাংলা শেখার আগে আরবী শিখতো। বাংলা পড়তে না পারলেও সবাই কোরআন পড়তে পারতো।

    এর পরের জেনারেশন শুধু স্কুলে পড়েছে। মক্তব ছিলো এক্সট্রা। তারা কোরআন পড়তে পারে না। মাস ব্যপি বয়স্ক কোর্স নেবার পরও।


    ঐ সময়ে হাফেজ ছিলো কম। কিন্তু তিলওয়াত কারী ছিলো অনেক।

    এখন অর্থ বুঝার দিকে জোর বেশি। বাংলা অনুবাদ সবাই পড়তে পারে। আরবীটা ঠিক মত পারে না।

    #HabibTrend

      Comments:
    • Relevant/
      https://www.facebook.com/habib.dhaka/posts/10151051377228176

    3-Jun-2017 2:51 pm

    3-Jun-2017 11:10 pm



    আজকের খবর: বিটিভিতে আজ নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে মাগরিবের আজান! ৬টা ৪৬ এর পরিবর্তে আজান প্রচার করে ৬টা ৩৫ মিনিটে।

    এ ব্যাপারে আজ শনিবার সন্ধ্যায় বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদের সঙ্গে যোগাযোগ করা হয়। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘১১ মিনিট নয়, ৭ কিংবা ৮ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করা হয়েছে। চট্টগ্রামের আজানের সঙ্গে ঢাকার আজানের সময়সূচি গুলিয়ে ফেলা হয়েছিল।

    http://www.channelionline.com/বিটিভিতে-আজ-নির্ধারিত-সম/


    আমি বাসায় কম্পিউটারে শেডিউলার [প্রকতপক্ষে unix এর crontab] দিয়ে সময় হলে স্পিকার জোরে আজান বাজিয়ে ইফতার করি সবাইকে নিয়ে। চিন্তা ছিলো বিটিভি বাদ দিয়ে এই যে অটোমেটিক চালাচ্ছি এটা উচিৎ হচ্ছে কিনা?

    আজকে এই খবর পড়ে কিছুটা আস্বস্ত হলাম, না নিজের রাস্তা নিজে মাপা ভালো :-)


    মাঝে অনেক বছর মোবাইলের এফএম চালাতাম। কিন্তু এগুলো ইফতারির আগে গান-বাজনা-এডভারটাইজমেন্ট এমন ভাবে চালাতে থাকে, পরিবেশ নষ্ট হয়ে যায়।

    আগের রেডিও-বাংলাদেশ সে তুলনায় অনেক ভালো ছিলো। ইফতারির আগে শুধু কোরআন তিলওয়াত। গজল-গান সব ইফতারির পরে। কিন্তু এফএমে রেডিও-বাংলাদেশ আসে না। এবং বাংগালি কারো কাছে এখন পুরানো এএম রেডিও নেই।

      Comments:
    • প্রতিদিন রাতে আরেকটা cron job ঐ দিনের সময়গুলো হিসাব করে এন্ট্রি দিয়ে দেয়।

    3-Jun-2017 11:10 pm

    4-Jun-2017 5:04 am


    "কিন্তু এটা তো ভুল"

    তর্ক না করে ছেড়ে দাও। সব ভুল তুমি তর্ক করে ঠিক করতে পারবে না।

    সত্যকে খুজো। তবে তর্কের দুই পক্ষের মাঝে সত্য খুজে পাবে না।

    তর্কে দুপক্ষই এক্সট্রিমে থাকে।

      Comments:
    • পুরো ফেমিলি নিয়ে ইফতার করতে হলে ভয়েস কাউন্টডাউন দিতে হয়। শুধু আজান দিলে পোলাপাইন "আর কতক্ষন" করতে থাকে।

    4-Jun-2017 5:04 am

    4-Jun-2017 12:05 pm


    The other day I was checking the name of Shaykhs that were mentioned in extremists' articles. i.e. their leaders.

    Figured out almost all of them were immigrants to the West. Some lived in Britain, some in Scandinavia for long years after being ousted from their home countries. And received government asylum and support there.

    Don't bite the hand that feeds you.

      Comments:
    • আমেরিকাতে অনেকে অনেক টাকা বানায় গভারমেন্ট সাইটগুলো থেকে ডাটা নিযে ইউজার ফ্রেন্ডলি প্রাইভেট সাইট তৈরি করে। এবং এর পর এড থেকে।

      এ দেশে করছি না, কারন দেশি ট্রাফিকের এডে সম্ভবতঃ কোনো টাকা নেই।

    4-Jun-2017 12:05 pm

    4-Jun-2017 4:27 pm


    নিজের ব্যপারে:

    মাসলা মাসায়েল ফিকাহর ব্যপারে আমি হানাফি/দেওবন্দি মত অনুসরন করি।

    এখানে নিউট্রাল অবস্থান নেই না। বা কোরআন হাদিস পড়ে নিজে নিজে নতুন কোনো সমাধান বের করার চেষ্টা করি না।

    অন্যান্য মাজহাব-মানহাজের থেকেও আগ্রহের সাথে শিখি। কিন্তু যেখানে দ্বিমত আছে সেখানে হানাফি/দেওবন্দি মত অনুসরন করি।

    এটা তকলিদ বা অন্ধ অনুসরন।

    যেসব ক্ষেত্রে প্রচন্ড বিরোধিতা দেখি [মূলত সালাফিদের থেকে] সেখানে নিজে কোরআন হাদিস ঘেটে দেখি আসলে বিষয় কি।

    যে আট-দশটা ইশু এরকম দেখেছি সবগুলোতে পেয়েছি যে হানাফি পজিশনও ঠিক আছে। ভুল নেই।

      Comments:
    • Moses (as.) was perfectly right. But for some reason I feel this one isn't. Anyway I am with the scholars on this matter, whatever the majority of them rules on.

    4-Jun-2017 4:27 pm

    5-Jun-2017 5:59 am


    একজন জানতে চাচ্ছিলেন যে ৮-১০ টা বিতর্কিত ইশু যেগুলো কোরআন হাদিস দেখে ভেরিফাই করে পেয়েছি যে সেগুলোর উপর হানাফি পজিশনও ঠিক আছে সেগুলো কি কি?

    এখানে লিষ্ট:
    ১। নামাজের নিয়ম vs বুখারি শরিফে যেমন আছে : হানাফিরা যেভাবে নামাজ পড়ে সেটা সেটা তিরমিজি শরিফে আছে। মূলতঃ আব্দুল্লাহ বিন মাসউদ রা: এর হাদিস থেকে।

    আব্দুল্লাহ বিন মাসউদ রা: কে ওমর রা: ইরাকের কুফায় পাঠিয়ে দিয়েছিলেন দ্বিন শেখানোর জন্য। উনার দু-এক জেনারেশন পরে ইমাম আবু হানিফা উনার বর্নিত পদ্ধতিকেই প্রচার করেছেন।

    ২।

    5-Jun-2017 5:59 am

    5-Jun-2017 6:28 am


    : আগামি ২৮শে মে রমজান আরম্ভ হবে। যে ব্যক্তি প্রথম এই খবর দেবে তার জাহান্নামের....

    : মানে আপনি বলছেন এটা হাদিস?

    : হুম।

    : কিন্তু রাসুলুল্লাহ ﷺ এর যুগে তো ইংরেজি তারিখ ছিলো না। শুধু আরবী তারিখ ছিলো।

    : তাহলে আরবী তারিখেই যে প্রথম এই খবর দেবে...

    : রমজান প্রতি বছরই আরবী ক্যলেন্ডারে পহেলা রমজানে আরম্ভ হয়। আপনি বলছেন যদি অমি কাউকে বলি "রমজান আরম্ভ হবে রমজান মাসের ১ তারিখ থেকে" তবে আমার জাহান্নামের আগুন মাফ?

    : ভাবিয়ে তুললো।

    5-Jun-2017 6:28 am

    5-Jun-2017 12:28 pm


    Development: Saudi Arabia, UAE, Egypt and Bahrain have cut diplomatic ties with Qatar.

    Land and sea borders closed. Air flights are being terminated. And 48 hours for diplomats to leave corresponding states. Qatar military engaged with Saudi against Yemen will also be leaving.

    Tension arose when Qatar broadcasted its Emir's remark supporting Iran. Later Qatar TV denied everything and claimed it was hacked. The claim didn't stand scrutiny.

    Large shift. Lets watch how things turn out.

      Comments:
    • Q. How will it affect me?
      1. Cheap Qatar Airlines flights to ME are gone.
      2. And if you have any of your relatives working in Qatar, he will have some hard time.

    5-Jun-2017 12:28 pm

    5-Jun-2017 7:40 pm


    দোয়া:

    রাসুলুল্লাহ ﷺ বলেছেন যখন তোমাদের কেউ সকাল পাবে সে বলবে

    اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا
    وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ
    আর যখন সন্ধ্যা পাবে বলবে

    ‏اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا
    وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ

    অর্থ:
    হে আল্লাহ।
    আপনার জন্য আমাদের সকাল,
    আপনার জন্য আমাদের সন্ধ্যা,
    আপনার জন্য জীবন।
    আপনার জন্য মরন।
    আপনার কাছে ফিরে যাবো।

    - তিরমিজি।
    https://sunnah.com/tirmidhi/48/22

    দুই দোয়ার অর্থ কাছা কাছি। কিছু পার্থক্য আছে।

    উচ্চারন ও মুখস্ত:
    ইউটুবের এই ভিডিওটা দেখতে থাকলে মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ।
    https://www.youtube.com/watch?v=dEOXvWtCTlc
    https://www.youtube.com/watch?v=gVcuXI8FYVI

    পোষ্ট করা দোয়াগুলো এই পেজে সংগ্রহ করছি।
    https://habibur.com/page/dua/

    #HabibDua

    5-Jun-2017 7:40 pm

    6-Jun-2017 12:55 pm


    মাজহাবগত পার্থক্য - ২০

    মহিলাদের ঘরের বাইরে যাওয়া

    হানাফি: পর্দা করে মহিলারা একা ঘরের বাইরে যেতে পারবে। তবে ৮০ কিলোমিটারের বেশি দূরত্বে গেলে এটা সফর এবং তখন সংগে মাহরাম থাকতে হবে। মাহরাম মানে: ভাই, স্বামি, পিতা, ছেলে এধরনের।

    সালাফি: যে কোনো জায়গায় যেতে হলে মাহরাম লাগবে। অল্প দূরত্বে গেলেও।
    https://islamqa.info/en/101520

    হানাফিদের ব্যপারে রেফারেন্স দেই না, কারন এগুলো সবাই জানে, দ্বিমত নেই, এবং যুগ যুগ ধরে একই কথা সব আলেমদের থেকে শুনে আসছি। আলেমদের থেকে রেফারেন্স পাবেন।

    #HabibDiff

      Comments:
    • ইনবক্সে প্রাপ্ত প্রশ্নের জন্য এটা পোষ্ট করলাম। অন্য কোনো উদ্যেশ্য নেই।

    6-Jun-2017 12:55 pm

    6-Jun-2017 2:31 pm


    আন্তর্জাতিক বাজারে স্বর্নের রেট এখন প্রায় ৪০ হাজার টাকা ভরি। ঢাকার তাতী বাজার হলো স্বর্নের পাইকারি মার্কেট। এবং তাতিবাজারে রেট আন্তর্জাতিক রেটের কাছা কাছি থাকে।

    আলেমদের মতে স্বর্নের বিক্রয় মূল্যের উপর জাকাত হিসাব করা হয়। অর্থাৎ আপনার কাছে যে স্বর্ন আছে সেটা এখন বাজারে বিক্রয় করতে গেলে যত টাকা পাবেন তার উপর জাকাত।

    বিক্রি করতে গেলে তাতি বাজারের থেকে বেশি রেটে কেউ দেবে না।

    FAQ:
    "আমার জাকাত কত হবে?"
    ৪০ হাজার টাকা ভরি ধরে যত টাকা হয় তার ৪০ ভাগের একভাগ। সাড়ে সাত ভরির নিচে হলে কোনো জাকাত নেই।

    "আমার কাছে জাকাত দেবার মত এত টাকা নেই।"
    স্বর্নের ৪০ ভাগের একভাগ জাকাত হিসাবে কাউকে দিয়ে দেন। মিডিয়াম কোয়ালিটির স্বর্ন সিলেক্ট করবেন।

      Comments:
    • Relevant.
      https://www.facebook.com/habib.dhaka/posts/10153677244278176

    6-Jun-2017 2:31 pm

    6-Jun-2017 4:34 pm


    আকিদা:


    "আকিদার ক্ষেত্রে তকলিদ নেই।"

    এটা মুফতি ইজহার সাহেব বলেছেন। তাকি উসমানি সাহেবের রেফারেন্স। এবং আরো অন্যরাও বলেছেন।

    মানলাম।

    এর অর্থ বুঝলাম, কোরআন হাদিস পড়ে আকিদাগত ব্যপারে আমি যা বুঝি সেটাই আমাকে বিশ্বাস করতে হবে। আরেকজন কি বুঝলো সেটা আমি অনুসরন করলে আমার তকলিদ হয়ে যাবে।

    ঠিক? কে জানে!


    আকিদাগত ব্যপারগুলো নিয়ে আমি অত বেশি উদ্বিগ্ন না, যত বেশি কিছুদের দেখি।

    আমার স্ট্রেটেজি হলো এই ব্যপারে বিতর্কিত কিছু না বলে চুপ থাকা। এবং আকিদাগত ব্যপারে যে কুফরি ফতোয়াগুলো প্রচলিত আছে সেগুলো জেনে ঐগুলো থেকে নিজেকে বাচিয়ে রাখার চেষ্টা করা।


    সুক্ষাতি সুক্ষ্ম বিষয়ে তর্ক বাড়িয়ে লাভ নেই। সময়ের সাথে সাথে পুরাতন সুক্ষ্ম বিষয়গুলো মুছে যায়। নতুন কোনো সুক্ষ্ম বিষয় আসে। এক্সপেরিয়েন্সড।

    তবে স্থুল বিষয়গুলো অপরিবর্তিত রয়ে যায়। যুগ যুগ ধরে।

    এটা ঠিক থাকলেই হলো।

    #HabibFeels

    6-Jun-2017 4:34 pm

    6-Jun-2017 8:06 pm


    দান:


    আমাদের সময়ে স্কুলের পাঠ্যে "রিলিফ ওয়ার্ক" নামে একটা গল্প পড়িয়েছিলো। আবুল মনসুর আহমেদ নামক এক লিখকের লিখা। দেখায় রিলিফের সব মাল কি করে বিতরনকারীরা খেয়ে ফেলে। গরিব লোক কিছু পায় না।


    মাদ্রাসার ছাত্ররা বাসায় বাসায় চাল আদায় করে। ওস্তাদকে বললাম,
    : মাসে কত টাকার চাল এইভাবে আদায় করেন?
    : দুই হাজার টাকার।

    এটা আমি দেবো। এভাবে আর ভিক্ষা করাবেন না ছাত্রদের দিয়ে।
    কয়েক মাসের টাকা একবারে করে দিয়ে দেই। ওস্তাদের হাতে।
    এর পর মাদ্রাসার হাফেজ সাহেব, কমিটি আর উস্তাদের মাঝে ঝগড়া। "টাকা সে রেখেছে", "ফান্ডের খবর নেই" এই সব কথা দিয়ে।
    হাফেজ সাহেব বললো এই টাকা কিছু পাই না।
    কছু দিন পর টাকা নিয়ে কমিটি ভাঙ্গন। নতুন কমিটি।

    নতুন কমিটি এসে বললো
    : ছাত্ররা আল্লাহর রাস্তার মেহমান। একদিন এসে দেখবেন তারা কি পান্তা ডাল খায়। পারলে কিছু সাহায্য করবেন, আল্লাহ আপনাকে অনেক দিয়েছে।

    কিছু বললাম না।
    জানি লক্ষ টাকা দিয়েও এ ছাত্রদের খাবার উন্নত করতে পারবো না।

    সেই, রিলিফ ওয়ার্ক।


    "মসজিদের জন্য সাহায্য করেন ভাই", রশিদ নিয়ে।

    জানি এই টাকার ৯০% পাবে এই আদায়কারী। বাকি ১০% মসজিদ কমিটি। কমিটি এর পর কিভাবে ভাগ করে সেটা জানি না।


    "ভাই এই অন্ধ ফকিরের জন্য দান করেন।"

    ফকিরকে সে কি চুক্তিতে নিয়ে এসেছে আমি জানি না। তবে ফকির যদি একা না এসে থাকে তবে তার সংগের সোশিয়ালি স্মার্ট পার্টনার এর ক্রিমটা নিয়ে নেবে। অন্ধ ফকির শুধু তার ব্যনারের কাজ করছে। কিছু পাবে।


    রাস্তায় খুব গরিব একটা ছেলে ছেড়া প্যন্ট পড়ে খেলছে। এর পরও তাকে সাহায্য করার উপায় নেই। তার হাতে টাকা দিলে সেটা থেকে কোনো উপকার পাবে না। তার মা নিয়ে নেবে। বা পাশের আরো বড় ছেলেটা কেড়ে নেবে। এটা সে রাখতে পারবে না।

    যদিও সে ভিক্ষা চাচ্ছে।


    এরকম আরো বহু বহু কাহিনী দেখেছি। লিখে শেষ করা যাবে না।


    রিলিফ ওয়ার্ক।
    প্রতিটা ধাপে।

    কাকে জাকাত দিচ্ছেন বুঝে দিবেন।
    জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা তৈরি করা যায় না।
    ওস্তাদের বেতন দেয়া যায় না।

    গরিবের হাতে পৌছতে হয়। তাকে দানের জন্য কোনো শর্ত না দিয়ে।

    #HabibSays

    6-Jun-2017 8:06 pm

    6-Jun-2017 10:24 pm


    দুটো পোষ্ট সরিয়ে দিয়েছি।

    "সালাফি মতে মহিলাদের স্বল্প দূরত্বে যেতে হলেও মাহরাম লাগবে" -- এই পোষ্টটা। যদিও islamqa এর ফতোয়ার টাইটেলে তাই বলা হয়েছে যেটা আমি বলেছি (স্বল্প দূরত্ব)। ভেতরে জিনিসটাকে অস্পষ্ট রাখা হয়েছে। "সফর বলতে যেখানে যা বুঝায়" এই রকম।

    রেফারেন্সের জন্য ফতোয়াটা এখানে।
    A woman should not travel except with a mahram, even if it is a short trip
    https://islamqa.info/en/101520

    দ্বিতীয়টা -- দান জায়গা মত না যাবার ব্যপারে। মুসলিমদের মাঝে দোষ থাকবে। কিন্তু সেগুলো দেখা বা হাইলাইট করা থেকে আমি বেচে থাকতে চাই।

    জাজাকাল্লাহ।

    6-Jun-2017 10:24 pm

    6-Jun-2017 11:08 pm


    শফি সাহেবকে এম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে। কথা বন্ধ হয়ে গিয়েছে।
    উল্লেখ্য কয়েক সপ্তাহ আগেও উনাকে আইসিইউতে নেয়া হয়েছিলো।

    সোর্স: মাদ্রাসার ছাত্রদের পোষ্ট।

      Comments:
    • air ambulance.
    • ওহ! চলে এসেছেন তাহলে! কালকে আপডেট জানা যাবে তাহলে ইনশাল্লাহ।
    • আমিও নামটা আগে শুনি নি।
    • দেখলাম।

    6-Jun-2017 11:08 pm

    8-Jun-2017 5:17 am


    মহাবিশ্বের ম্যপ।

    মহাবিশ্বের গ্যলাক্সি-নেবুলা এর ডিসট্রিবিউশন smooth না। কোনো জায়গায় খুব ঘন আর কোনো জায়গায় প্রায় খালি।

    ছবিতে আলোকিত জায়গাগুলো হলো সুপার ক্লাসটার আর কালো জায়গাগুলো খালি।

    Bubble এর মত। এই bubble গুলো হলো মহাবিশ্বের সবচেয়ে বড় স্ট্রাকচার।

    খালি মানে গ্যলাক্সির ডেনসিটি কম, একেবারে খালি না।

    এরকম একটা খালি জায়গার মাঝে আমাদের গ্যলাক্সি মিলকিওয়ে অবস্থিত। সম্প্রতি খবরে প্রকাশ।

    আমরা যে void এর মাঝে আছি সেটার ডায়ামিটার ২ বিলিয়ন [২,০০০,০০০,০০০] লাইটইয়ার।
    তুলনার জন্য, মিলকিওয়ে হলো ১ লক্ষ [১০০,০০০] লাইটইয়ার ডায়া।
    আর ভিজিব্যল ইউনিভার্স হলো ১০০ বিলিয়ন লাইটইয়ার ডায়া।

    #HabibAstro

    8-Jun-2017 5:17 am

    8-Jun-2017 12:41 pm


    Stephen Colbert's show explaining gravitational waves and how these are detected.

    গ্রেভিটেশন্যল ওয়েভ ডিকেটশনের খবর ইদানিং নিউজ মিডিয়ার অনেক আসছে।

    আইনেস্টাইনের থিউরি ছিলো গ্রেভিটি কোনো ফোর্স না। বরং স্পেইস বাকা হয়ে গেলে গ্রেভিটির ইফেক্ট পড়ে। এই কারনে এন্টি গ্রেভিটি বলে কিছু বৈজ্ঞানিকরা এখনো আবিষ্কার করতে পারে নি।

    ঐ থিউরি সত্য কিনা তার একটা প্রমান হলো গ্রাভিটেশন্যল ওয়েভ। যেটা কিনা এখন ডিটেক্ট করতে পারছে বৈজ্ঞানিকরা।

    ভিডিওতে সহজ এক্সপ্লেনেশন আছে। এবং অন্যান্য টিভি প্রেজেন্টার থেকে Colbert বিজ্ঞান বেশি বুঝেন। অন্য উপস্থাপকরা গেষ্টদের সাথে কথা চালাতে পারে না, কারন তাদের কথা বুঝে না।

    https://www.youtube.com/watch?v=ajZojAwfEbs

    8-Jun-2017 12:41 pm

    8-Jun-2017 4:26 pm


    উনার কমেন্টে পড়ে ধারনা করলাম বিশাল কোনো আলেম।
    যে পোষ্টে কমেন্ট করেছেন সে পোষ্টের কথাগুলো উনার কাছে এতটাই হাস্যকর, যে পাল্টা যুক্তি দেবার প্রয়োজন বোধ করছেন না। তাই কিছু উপহাস আর উপদেশ দিয়ে চলে যাচ্ছেন। যদিও মূল পোষ্টার একজন মুফতি।

    প্রোফাইল চেক করে দেখি ভদ্রলোক কলেজ-ভার্সিটির ছাত্র।

    এখনো gullible রয়ে গেলি রে মন।

    To self: think positive করতে হবে। এসব নেগেটিভিটি দেখে লাভ নেই।
    Don't be a hater, you will burn from inside.

    8-Jun-2017 4:26 pm

    8-Jun-2017 6:13 pm



    "এক লোক জাকাতের টাকা কালেক্ট করছে, বললো উত্তর বঙ্গের গরিবদের দেবে। সেই টাকা উত্তর বংগে নিতে নিতে টাকা হারিয়ে ফেললো। আমার জাকাত আদায় হয়েছে? নাকি আবার দিতে হবে?"

    : জানা নেই।

    "অমুক আমার কাছ থেকে তার বিধবা খালার কথা বলে জাকাতের টাকা নিলো। পরে শুনি সে করাপ্ট। কি কি যুক্তিতে টাকাটা নিজে রেখে দিয়েছে। আমার জাকাত হয়েছে নাকি আবার দিতে হবে?"

    : জানা নেই।

    "মাদ্রাসার গোরাবা ফান্ডে জাকাতের টাকা দিয়েছি। বলেছে ওটা দিয়ে তারা সারা বছরের খরচ চালায়। ছয় মাস পর শুনি তহবিল তসরুফ হয়েছে। আগের কমিটি ভেঙ্গেছে, অনেক কিছু। আমার জাকাত কি আদায় হয়েছিলো? ছয় মাসে তারা কত টাকা ছাত্রদের খাইয়েছে?"

    : জানা নেই।

    "বিধবা সাহায্য চেয়েছে। জাকাতের টাকা দিয়েছি। দুই বছর পরে শুনি উনার স্বামি দশ-বিশ লাখ টাকা ব্যংকে রেখে গিয়েছেন। সেটার সুদ দিয়ে চালায়। কিন্তু টানা টানি আছে। দুই বছর আগে দেয়া জাকাত কি আমাকে আবার দিতে হবে?"

    : জানা নেই।

    "এতিম ছেলে দেখিয়ে বলেছে মাদ্রাসায় ভর্তির জন্য টাকা লাগবে। জাকাত দিয়েছি। পরে শুনি সেই ছেলে ফ্রি মাদ্রাসায় পড়ে। এবং টাকাটা নিজে রেখে দিয়েছেন, এই দাবিতে যে আগে ঐ ছেলের উপর উনি খরচ করেছিলেন, সেটা ফিল আপ করার জন্য। জাকাত আদায় হয়েছে?"

    : জানা নেই।


    উপরের সবগুলো প্রশ্ন আমার নিজের। উত্তরও আমার নিজের।

    সমাধান হলো জাকাতের টাকা

  • যে গরিব তার হাতে সরাসরি দেবেন।
  • কোনো ক্যরিয়ারের বা পৌছে-দেবে এমন কারো হাতে দেবেন না।
  • আত্মিয় বা পরিচিতদের দেবেন। অপরিচিতদের নরমাল দান করুন।
  • কোনো ফান্ডে দেবেন না।

    একজনকে সাহায্য করার ইচ্ছায় তার অভিভাবককে দেবেন না। অভিভাবক গরিব হলে অভিভাবককে দেন।

    মাদ্রাসার ছাত্র বা উস্তাদ গরিব হলে উনাদের ব্যক্তিগত ভাবে সরাসরি জাকাতের টাকা দিন। ফান্ডে না।

    বিশাল ও নামকরা ও ইফতাহ তফসির পড়ায় এরকম মাদ্রাসার ফান্ডে দিতে পারেন। এরা বিশ্বস্ত।

    ছোটগুলোতে সমস্যা বেশি। হালালা-টালালা নিয়ে কিছু বললাম না। কারন এগুলো শুনা কথা।


    কিন্তু মুসলিমদের দোষ আমি বেশি ধরছি।

    এর পরও দিলাম PSA. পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট।

      Comments:
    • জানা নেই।
    • ২০ লক্ষ টাকা ব্যংকে থাকলে তাকে নিজেকে জাকাত দিতে হবে। অন্যের জাকাত নিতে পারবে না। এই সেন্সে বলেছি। এর সাথে সুদের সম্পর্ক নেই।
    • সিরিয়াসলি উত্তরগুলো খুজলে নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেহেতু সিচুয়েশনগুলো কমন।

    8-Jun-2017 6:13 pm

  • 9-Jun-2017 3:02 am


    এক বুজুর্গ দোয়া করছিলেন, "হে আল্লাহ আমার রিজিকে বরকত দান করুন।"

    এক লোক জিজ্ঞাসা করলো, "সরাসরি, আমাকে রিজিক দিন বলছেন না কেন?"

    উনি জবাব দিলেন,
    আল্লাহ তায়ালা উনার সৃষ্টির সকল জীবের রিজিক বন্টন করে রেখেছেন।
    কিন্তু আমি দোয়া করেছি রিজিকের বরকতের জন্য।
    বরকত আল্লাহর গোপন বাহিনীগুলোর একটা।
    যার কাছে ইচ্ছে এটা পাঠান।

    এটা মালের সাথে মিশলে, তাকে বাড়িয়ে দেয়।
    সন্তানদের সাথে মিশলে, তাদের নেককার করে।
    শরিরের সাথে মিশলে, সুস্থ করে।
    অন্তরের সাথে মিশলে, আনন্দিত করে।"

    হে আল্লাহ আপনি বরকত দিন আপনার প্রতিটা নিয়ামতে যা আপনি আমাদের দিয়েছেন।

    [অনুবাদ]

    #HabibTranslation

      Comments:
    • এই বুজুর্গ আরেক কাঠি এগিয়ে আছে। আমরা Follower.

    9-Jun-2017 3:02 am

    9-Jun-2017 3:11 pm


    মধ্যপ্রাচ্যের দেশগুলো মাঝে কাতার আমার খুব পছন্দের ছিলো। পছন্দ অপছন্দের বিষয়টা কোনো দেশে গেলে বুঝা যায়। The vibe in the air.

    ফাহাদের সময় সৌদিতেও এরকম ভালো অনুভুতি হতো। পরবর্তি বাদশাহদের মেজাজ মর্জির রিফ্লেকশন জনগনের মাঝে দেখা যায়। You can feel it. বাদশাহ কঠোর হলে জনগনও হয়।

    কাতারের আমির নতুন ক্ষমতায় এসেছেন ২০১৩ সালে। ইয়ং, বয়স এখনো ৩০ এর কোঠায়।

    ইয়ং দেখে ফাইটিং স্পিরিটে আছেন। কমপ্রমাইজ করবেন না। এটা ভালো।

    তবে ভালো লোকদের আল্লাহ তায়ালা খুব বেশি দিন দুনিয়াতে শান্তিতে রাখেন না। পরিক্ষায় ফেলেন।

    নিচের ছবিটা কাতারের। আল্লাহ তায়ালা তাদের জীবনকে সহজ করুন।

    9-Jun-2017 3:11 pm

    9-Jun-2017 6:22 pm


    আবূ যার (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেন, আল্লাহ তা'আলা বলেন,

    যে ব্যক্তি একটি নেক কাজ করবে তার জন্য দশগুন; বরং আরও বেশি দেব।
    যে একটি মন্দ কাজ করবে তার ফল সেই কাজের সমান, বরং ক্ষমা করে দেব।

    যে আমার কাছে অর্ধ হাত এগিয়ে আসে, আমি তার কাছে একহাত এগিয়ে আসি।
    যে একহাত আসে, তার কাছে দুই হাত আসি।
    যে আমার কাছে হেটে আসে, আমি তার কাছে ছুটে আসি।

    যে আমার সাথে সাক্ষাত করবে পৃথিবী সমান গুনাহ নিয়ে, কিন্তু শিরক করেনি,
    আমি তার সাথে পৃথিবী সমান ক্ষমা নিয়ে দেখা করি।

    [ সহীহ মুসলিম - ৬৫৮৯ ]

    আরবী:
    حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَأَزِيدُ وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَجَزَاؤُهُ سَيِّئَةٌ مِثْلُهَا أَوْ أَغْفِرُ وَمَنْ تَقَرَّبَ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَمَنْ تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وَمَنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً وَمَنْ لَقِيَنِي بِقُرَابِ الأَرْضِ خَطِيئَةً لاَ يُشْرِكُ بِي شَيْئًا لَقِيتُهُ بِمِثْلِهَا مَغْفِرَةً ‏"‏ ‏.‏ قَالَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا وَكِيعٌ بِهَذَا الْحَدِيثِ

    9-Jun-2017 6:22 pm

    9-Jun-2017 11:05 pm


    Top Islamic Sites in BD.
    As per SimilarWeb visits/month for May/17

    habibur.com [352k] পার্সনাল সাইট।
    www.quraneralo.com [206k] পিস টিভির।
    hadithbd.com [112k] হাদিস কমপোজার।
    ourislam24.com [65k] অনলাইন নিউজ।
    banglakitab.com [57k] বাংলা বইয়ের PDF। বহু পুরানো সাইট।
    alkawsar.com [47k] আব্দুল মালেক সাহেবের মাসিক পত্রিকা।
    www.islameralobd.com [35k] পোর্টাল।
    quraanshareef.org [13k] অনলাইন কোরআন
    ahlehaqmedia.com [10k] লুৎফুর ফারায়েজি সাহেবের।

    গত বছর ডিসেম্বরে ছিলো এরকম।
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154106967748176

    10k এর নিচে যেগুলোর ভিজিট সেগুলো দেই নি। কিছু বাদ পড়লে জানাবেন। আল্লাহ তায়ালা সবার প্রচেষ্ঠাকে কবুল করুন।

      Comments:
    • ট্রাফিক চেক করার জন্য এই সাইটে গিয়ে টার্গেট সাইটের নাম লিখে এন্টার করতে হবে।
      https://www.similarweb.com/

    9-Jun-2017 11:05 pm

    10-Jun-2017 12:50 am


    Question:
    We live in USA Our local masjid follows the Fajr and Esha calculation based on ISNA, which is 15 degree for both.

    According to ISNA, fajr start time is about 20+ min delayed than MWL calculation method. What is the acceptability of ISNA method and following that for Suhur.

    My Answer:
    Sharing my personal experience, I had been confused whether to accept or not to accept the "15 degree bellow horizon is suhur" observation result too. And at some point in time I followed it for voluntary fasting. Mostly at around the years when this finding was published, in late 90s.

    I was reluctant to blindly take 18 degree, mostly because it coincides with what we call Astronomical Twilight, and guessed maybe classical scholars were reluctant to calculate other angles and took this figure, which was pre-calculated by astronomers.

    That was my wrong thought though.

    A few years after scholars published their 15 degree finding, another group of scholars with similar understanding carried out their own personal investigation and declared 18 degree was actually correct. 15 degree was too late.

    Personally I had been following 18 degree, hence after.

    You will find fatwa on this issue here.

    http://daruliftabirmingham.co.uk/when-to-begin-fast-15-or-18-degrees/

    And long discussion on this issue with history here. Here it's said ICNA has reverted from their earlier claims. And now recommends using 17.5 degree since 2011. Which practically is 18 degree.

    https://www.islam21c.com/special/prayer-fasting-ramadan-timetables/

    Not to say there aren't any opposing views, such as here.
    https://unity1.wordpress.com/2009/09/04/dawn-and-sehrisuhursuhoor-timings-confusion-for-ramadan-in-the-uk-14302009/

    But then again Egypt uses 19.5 degree which they more likely came up with, after observation. This angle wasn't pre-calculated.

    And the Saudi system of 90 minutes before sunrise also falls within this territory.

    Therefore I won't claim someone is in wrong if he follows a community guideline that uses 15 degree. But I personally use 18 degree and it has its backing.

    10-Jun-2017 12:50 am

    10-Jun-2017 4:59 am


    : ঘটনাগুলো সবাই জানে। কিন্তু এর ইনটারপ্রিটেশন একেক জনের কাছে একেক রকম হয়।

    : যেমন?

    : সাহাবা কিরামদের ঘটনা ধরেন। ঘটনাগুলো ডকুমেন্টেড। কিন্তু এর ইন্টারপ্রিটেশনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন দল তৈরি হয়েছে।

    : শায়েখ নজদির ব্যপারে...

    : এর ইন্টরপ্রিটেশন বদলাচ্ছে। ঘটনা পুরানো, এগুলো কেউ জানে না তা না।

    : আপনি কোন ইন্টারপ্রিটেশন ফলো করেন?

    : আমি এক্ষেত্রে তকলিদ করি।

    #HabibFeels

    10-Jun-2017 4:59 am

    10-Jun-2017 1:48 pm



    একটা সময় ছিলো যখন ফেসবুকে emoticon দেবো কিনা কনফিউজড ছিলাম। জায়েজ হবে? দিতাম না।

    একটা সময় ছিলো একটা পয়েন্ট বুঝানোর জন্য বানোয়াট কনভার্সেশন দিতাম না। এটা তো মিথ্যা।

    ঐ দিনটার কথা মনে আছে যেখন অনলাইনে প্রথম কোরআন শরিফের কোনো আয়াতের ব্যখ্যার ব্যপারে প্রশ্ন তুলেছিলে?

    মনে আছে। ভয়ে ছিলাম আমার গুনাহ হয় কিনা।

    Innocence. Whenever you lost it you lost it.

    10-Jun-2017 1:48 pm

    10-Jun-2017 2:40 pm


    তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে। দেখে রাস্তার পাশ এক লোক গর্ত করছে।

    ১ম জন বলে:
    দেখো! এই লোক রাস্তার পাশে গর্ত করছে। নিঃসন্দেহে সে একজনকে খুন করেছে আর আজকে রাতে তাকে এখানে কবর দেবে। আমি তাকে পাথর মারবো।

    ২য় জন বলে:
    না না। সে খুনি না। বরং কাউকে সে বিশ্বাস করে না। তাই নিজের টাকা পয়সা এখানে লুকিয়ে রাখবে।

    ৩য় জন তাদের দিকে তাকিয়ে বললো:
    এটাও না ওটাও না। সে পানির জন্য কুয়া খুড়ছে। উনি ভালো লোক।

    শিক্ষা:
    মানুষ অন্যের ব্যপারে তাই ধারনা করে যা নিজের মাঝে আছে।
    সৎ লোক মানুষকে সৎ দেখে, খারাপ লোক খারাপ।
    যেমন প্রবাদ আছে: কলসি থেকে ঐটাই বেরুবে যেটা কলশির ভেতর আছে।

    একারনে মানুষের ব্যপারে ভালো ধারনা করো, যেরকম তুমি চাও মানুষ তোমার ব্যপারে ভালো ধারনা করুক।

    [মূল আরবী, যেখান থেকে অনুবাদ করা হয়েছে]
    https://www.facebook.com/qsas.3br/posts/806384899509201

    #HabibTranslation

    10-Jun-2017 2:40 pm

    10-Jun-2017 3:39 pm


    রমজান:
    من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
    যে ঈমানের সাথে সোয়াবের আশায় রমজানে রোজা রাখবে তার পূর্বের গুনাহ মাফ করা হবে।

    من قام رمضان إيمانًا واحتسابًا، غُفر له ما تقدم من ذنبه

    যে ঈমানের সাথে সোয়াবের আশায় রমজানে দাড়াবে তার পূর্বের গুনাহ মাফ করা হবে।

    ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه

    যে ঈমানের সাথে সোয়াবের আশায় কদরের রাতে দাড়াবে রাখবে তার পূর্বের গুনাহ মাফ করা হবে।

    সবগুলো হাদিস, কিন্তু ভিন্ন ভিন্ন হাদিস।

    দ্বিতীয়টা দিয়ে তারাবীর গুরুত্ব প্রামান করা হয়।

    ইংরেজিতে:
    https://islamqa.info/en/ref/islamqapages/46
    আরবীতে:
    https://islamqa.info/ar/ref/islamqapages/46

    10-Jun-2017 3:39 pm

    10-Jun-2017 4:23 pm


    Red Pill:

    "তাদের ব্যাপক প্রচার এর সামনে সাধারণ মানুষ আহলে সুন্নতের মূল ধারাকেই গলদ মনে করতে শুরু করে।

    দেওবনদী আলেমদের মধ্যে নিজেদের দলিল চর্চা না করা, সবার সাথে মিলে চলার মানসিকতা ও আকিদার দুর্বলতার কারণে হীনমন্যতা দেখা যায়। এ ধরণের হীনমন্যতা আমি অনেক আলেমের মধ্যে দেখেছি।

    তাদের অনেকে এখনও জানে না, সৌদি শাইখরা আমাদেরকে কাফের মুশরিক কেন বলে। আমাদের অনেকে মনে করে আহলে হাদিসদের অপপ্রচার আর আমাদের আলেমদের লেখা সম্পর্কে না জানার কারণে তারা এগুলো বলে।

    কিন্ত এটি বাস্তবতা নয়। তারা জেনে বুঝেই এগুলো বলে।"

    10-Jun-2017 4:23 pm

    10-Jun-2017 10:34 pm


    Sombrero Galaxy, আকাশের বিস্ময়কর গ্যলাকসিগুলোর একটা। মাঝের অংশ প্রচন্ড আলোকিত, কিন্তু চারদিকে কালো একটা রিং ঘিরে রেখেছে।

    10-Jun-2017 10:34 pm

    10-Jun-2017 10:57 pm


    : আকাশে তাকালে বিশাল মহাবিশ্ব। দিক থেকে দিগন্তে। গ্যলাক্সির পর গ্যলাক্সি। কিন্তু মানুষ শুধু এই পৃথিবীর বুকেই আছে। তাহলে এত বিশাল মহাবিশ্ব কি আল্লাহ তায়ালা শূন্য রেখেছেন?

    : জানা নেই।

    : আচ্ছা, সাত আসমান বলতে কি বুঝায়? দৃশ্যমান সবকিছু যদি প্রথম আসমানে হয়, তবে এর পরের আসমানটা কেমন? তার পরের? তার পরের?

    : জানা নেই।

    : নাকি সোলার সিসটেম, গ্যলাক্সি, ক্লাস্টার -- একেকটা ধাপ একেকটা আসমান? "আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা?" -- তোমরা কি দেখনা আল্লাহ তায়ালা কি করে স্তরে স্তরে সাত আসমান সৃষ্টি করেছেন? সাত আসমানই কি তাহলে আমরা দেখতে পারি?

    : জানা নেই।

    : গ্যলাক্সিগুলো দেখেছেন? হরেক রকম? একেকটায় কোটি কোটি তারা। প্রতি তারার চারদিকে গ্রহ। সব সৃষ্টি করেছেন আকাশের সৌন্দের্যের জন্য। আমরা দেখে যেন বলি সুবহানাল্লাহ, শুধু এর জন্য?

    : ঠিক। আরো কোনো কারন আছে কিনা জানি না।

    : শুধু সৌন্দের্যের জন্য যে আল্লাহ এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন, উনার সাথে সাক্ষাৎ করবো? কত বিশাল উনার সবকিছু, কেমন হবে সে সাক্ষাৎ?

    : জানা নেই। তবে কোরআন পড়তে থাকলে জানতে পারবে।

    : সুবহানাল্লাহ।

    #HabibAstro

    10-Jun-2017 10:57 pm

    11-Jun-2017 2:21 am


    Sombrero Galaxy, আমার কাছে আকাশের সবচেয়ে বিস্ময়কর গ্যলাকসিগুলোর একটা। এর মাঝের অংশ প্রচন্ড আলোকিত, কিন্তু চারদিক কালো। যেন একটা রিং একে ঘিরে রেখেছে।

    এই গ্যলাক্সির কোনো গ্রহে কি কোনো প্রানী থাকে?

    জানা নেই। তবে দৃশ্যমান মহাবিশ্বে হয়তো আমরা একা।

    এটা সৃষ্টি করেছেন আমাদের দেখার জন্য। কিন্তু যদি আমরা না দেখতে পারতাম? এর চারদিকের রিংয়ের জন্য?

    এটা খুব আলোকিত গ্যলাক্সি। বহু আগেই এটা মানুষ দেখেছে। পাওয়ারফুল টেলিস্কোপ আবিষ্কার হবার আগেই। এবং এই দূরত্বের মাঝে এটাই সবচেয়ে আলোকিত গ্যলাক্সি।

    এর কাছে গিয়ে তাকালে না জানি কেমন লাগবে। বিশাল এক গ্যলাক্সি, চারিদিকে যেন আল্লাহ তায়ালা দেয়াল দিয়ে রেখেছেন। মাঝে কত গ্রহ কত পৃথিবী কত মাটি।

    অনেক ডিজাইন, অনেক নক্সা, অনেক পরিকল্পনা এর প্রতিটা পরতে পরতে। দূর থেকে আমরা আর কতটুকু দেখি।

    আচ্ছা! এই এক গ্যলাক্সির প্রতিটা জিনিসের জন্য সোবহানাল্লাহ বলতে হলে কতবার বলতে হবে?

    জানা নেই। তার পরও বললাম সোবহানাল্লাহ।

    #HabibAstro

    11-Jun-2017 2:21 am

    11-Jun-2017 10:27 am


    বড় গ্যলাক্সিগুলো দেখা যাচ্ছে, এর বাইরে এই ছবির প্রতিটা বিন্দু একেকটা গ্যলাক্সি। এক পিক্সেলের একটা dim বিন্দু যেটা মনে হয় picture noise সেটাও একটা আলাদা গ্যলাক্সি। অথচ এটা আকাশের ক্ষুদ্র একটা অংশ।

    প্রতিটাই একেকটা জগৎ, একেকটা ভিন্ন স্ট্রাকচার। সেখানে মানুষ থাকলে তাদের বাইরে তাকানোর দরকার নেই। কারন নিজের গ্যলাক্সিতেই কত লক্ষ-কোটি তারা।

    #HabibAstro

    11-Jun-2017 10:27 am

    11-Jun-2017 12:01 pm


    আলেমদের মাঝে দ্বিমত নিয়ে কনফিউজড? ফিতনার হাদিসগুলো পড়েন, কনফিউশন দূর হয়ে যাবে, ইনশাল্লাহ।

    সেখানে শুধু কোনটা ঠিক সেটাই বলা হয় নি। বরং বিভ্রান্তিকারীরা কি কি যুক্তি দেখাবে সেটাও বলে দেয়া আছে।

    "কিন্তু ফিতনার হাদিস দিয়ে তো শরিয়তের কোনো হুকুম কখনো তৈরি হয় না!"

    তাই? শরিয়তের বই পড়ে দেখেছেন? নাকি আপনার পছন্দের আলেমদের অন্ধ তকলিদ করে ধরে নিয়েছেন "তারা নিশ্চই পড়েছে!" কোন বইয়ে এগুলো আছে জানেন? নাকি বিভিন্ন জায়গা থেকে আংশিক কথা কাচি দিয়ে কেটে জোড়া দিয়ে মিলানো কোনো পিডিএফ পড়েছেন শুধু নেটে?

    জীবন একটাই। সেটা সেক্রিফাইস কোনো সন্দেহের উপর করবেন না। কারেকশনের জন্য দ্বিতীয়বার আল্লাহ তায়ালা পাঠাবেন না। মৃত্যুর পর সবকিছুর পরিনতি অনন্ত কালের জন্য।

    যে আলেমের কথার উপর আপনি জীবন দিচ্ছেন, এ রকম বহু আলেমদের দেখেছি ১০-২০ বছর পর নিজেদের মত বদলাতে। কিন্তু আপনি আবার দুনিয়াতে ফিরে এসে এটা কারেকশনের সুযোগ পাবেন না।

    বড় বড় আলেমরাও ফিতনায় পড়ে। এটা ঠেকানো যায় না, আসবেই। এর পরও ইতিহাসে মুসলিমদের মূলধারা প্রায় সবসময় সঠিক পথে ছিলো।

    11-Jun-2017 12:01 pm

    11-Jun-2017 2:35 pm


    অধিকাংশ তর্কে প্রথম দু-এক রাউন্ডের পরই দেখবেন এক সাইড দলিল-প্রমান নিয়ে দাড়িয়ে আছে অন্য সাইড ইমোশন দিয়ে উত্তর দিচ্ছে।

    তখন বুঝি যে দ্বিতীয় সাইড হেরে গিয়েছে। কিছু একটা বলতে হবে তাই বলছে।

      Comments:
    • ঠিক।
    • "নিজাম ভাই এগিয়ে যান, আমরা আছি তোমার সাথে।"
    • ঠিক। তবে কোনো তর্কে যে মুহুর্তে দেখি কোনো সাইড Appeal to emotion logical fallacy প্রয়োগ করছে তখন ঐ পক্ষের পরবর্তি যুক্তি গুলোর ব্যপারেও সন্দেহ চলে আসে। ওগুলো কি ঠিক? নাকি জিতার জন্য সে মরিয়া তাই বলছে?
    • https://en.wikipedia.org/wiki/Appeal_to_emotion
    • নেই। দলিল বিহীন কথা। যাকে আমি বলি "ব্যক্তিগত মত"। :-)

    11-Jun-2017 2:35 pm

    11-Jun-2017 4:27 pm


    "এর পর কি?"

    এর পর বলা হবে "মধ্যপ্রাচ্যে যখন হাজার হাজার মারা যাচ্ছে তখন কিছু লোক আছে এই সব নিয়া... আর কোনো বিষয় পান না?"

    ব্যপারটা এখন এভাবে চাপা দেয়া হবে।

    এর কয়েক মাস পর আবার এই বিষয়টা তুলে এনে, তাদের প্রচার আগের মত চলতে থাকবে।

    The cycle goes on. বহু বছর ধরে দেখে আসছি।

    "সমাধান?"

    মাটি কামড়ে পড়ে থাকো। যেমন কিনা হাদিসে বলা আছে।
    তাদের কথা যতই তোমাকে টানুক না কেন।

    মনে রাখতে হবে,
    সবাইকে বাচানোর দায়িত্ব তোমার না, এটা তুমি পারবে না।
    নিজে আগুন থেকে বাচো।

    #HabibSelf

      Comments:
    • উস্তাদ, কমেন্ট বন্ধ করে রেখেছিলাম যেন এই সব পড়ে যাদের রক্ত টগবগ করবে তারা যেন কিছু না বলতে পারে।
      কিন্তু আপনি ফাক দিয়ে ঢুকে কিভাবে কমেন্ট করছেন?
    • Authentic, makes sense (Y)

    11-Jun-2017 4:27 pm

    11-Jun-2017 10:49 pm


    গল্প-অনুবাদ:

    এক লোক একটা কন্সট্রাকশন কম্পানিতে বহু বছর চাকরি করে।
    বয়স হয়ে আসে।
    চাকরি ছেড়ে দিয়ে এখন বাকি জীবনটা শান্তিতে কাটাবে, পরিবারের সাথে।

    বসকে জানায়।

    বস বলে,
    : তুমি যেতে পারো। তবে তোমাকে একটা শেষ বাড়ি বানিয়ে দিয়ে যেতে হবে।

    লোকটা অনিচ্ছায় রাজি হয়।
    তাড়াহুড়া করে বাড়িটা তৈরি করে দেয়।
    যত্ন ছাড়া, কোনো রকমে একটা।

    কাজ শেষে চাবি তুলে দেয় বসের হাতে।

    বস হেসে বলে,
    : আসলে এই ঘরটা কম্পানির পক্ষ থেকে তোমাকে উপহার! এত বছর ধরে এখানে চাকরি করেছো সেজন্য!

    লোকটা শকড!
    প্রচন্ড আফসোস করতে থাকে ঘরটা যত্ন নিয়ে সুন্দর করে না বানানোর জন্য!

    আমাদের ইবাদতের মাঝে যা তাড়াহুড়া করে আমরা করি, যত্ন ও মনোযোগ ছাড়া, সেগুলোর পরিনতিও এরকম।

    জেনে নিও, শেষে তোমার ইবাদত তোমারই, আল্লাহর না।

    [মূল আরবী]
    https://www.facebook.com/qsas.3br/posts/846256288855395

    #HabibTranslation

    11-Jun-2017 10:49 pm

    12-Jun-2017 5:15 am


    নিম্নচাপ ডাঙ্গায় চলছে এসেছে। এর প্রভাবে সারা রাত বৃষ্টি। গত বেশ কয়েকদিন ধরে এটা সাগরে ছিলো।

    https://earth.nullschool.net/#current/wind/surface/level/orthographic=-268.10,22.32,1712/loc=91.503,21.702

    https://earth.nullschool.net/#current/wind/surface/level/orthographic=-268.10,22.32,1712/loc=91.503,21.702

    12-Jun-2017 5:15 am

    12-Jun-2017 5:02 pm


    "রান্না বান্না করার দায়িত্ব বৌয়ের না। হাজবেন্ডের দায়িত্ব হলো সারাদিন বাইরে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কামাই নিয়ে বাসায় আসবে। এর পর বাজার করে, নিজে রান্না করে তার বৌকে খাওয়াবে।"

    "আর বৌ কি করবে?"

    "বাসায় বসে থাকবে।"
    From, তাকী উথমানী সাহেবের জনপ্রীয় ফতোয়া যেটা ইদানিং নেটে ঘুরছে।

    কিছু কইলাম না।
    কিছু কইলেই তো আবার আমাকে ট্যগ দেয়া আরম্ভ করবেন।

      Comments:
    • যারা গুহায় থাকে তাদের জন্য।
      https://www.facebook.com/permalink.php?story_fbid=300761990348819&id=100012450603622
    • তোমরা যারা নব বিবাহিত এবং বৌকে দিয়ে পিজা রান্না করে শেয়ার দাও, বুইঝা লইও। Mohammad Zahidul Alam
    • অথবা বৌকে দিয়ে রান্নার করানোর মত জুলুমের কথা এখন প্রচার না করাই ভালো। যেই দিন কাল পড়ছে।

    12-Jun-2017 5:02 pm

    12-Jun-2017 6:22 pm


    Not everyone is honest.
    And not everyone is dishonest.

    God hides this thing for the most part of one's life.
    Until the day when it's time to reveal it all.

    This post had an attachment, which is now missing
      Comments:
    • যারা বলছেন রান্না পারেন, রান্না শিখছেন -- এটা কোনো সমাধান না।
      Apparently the feminists have won.
    • apparently নির্যাতিত স্বামিদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে আগের লিংকটি গায়েব হয়ে গিয়েছে। যারা জংগলে ছিলেন বলে এখনো ফতোয়াটা দেখেন নি, তাদের জন্য নতুন লিংক। by the way, এই পোষ্টারের সাহস আছে। দেখি কতক্ষন থাকে :-)
      https://www.facebook.com/reza0104/posts/10213165109539802
    • এর জন্যই কমেন্ট অফ করে রাখি। নয়তো পাবলিক খোচা দিয়ে কিভাবে সব কথা মুখ থেকে বের করে নেয়, বুঝি না। :-)
    • ভালো বুদ্ধি।
    • ইনবক্সে কিছু বলি না। নতুন আরেকটা স্টেটাস দিয়ে ঐ প্রসংগে বলে দেই যদি ইন্টারেস্টিং কিছু হয়।

    12-Jun-2017 6:22 pm

    12-Jun-2017 11:08 pm


    একটা পোলারাইজেশন হচ্ছে। পাকিস্তান কোন দিকে যায় সেটা নিয়ে সন্দেহ ছিলো। ক্লিয়ার কাট কিছু ছিলো না।

    কিন্তু এখন ক্লিয়ার।

    Keep watching.

    https://twitter.com/tanvirarain/status/873625251187499008/photo/1

      Comments:
    • সৌভাগ্যবান হলে।

    12-Jun-2017 11:08 pm

    13-Jun-2017 12:24 am


    : ভাই না আংকেল?

    : রুল অফ থাম্ব হলো, বয়সে পার্থক্য ২৫ বছরের বেশি হয় তবে আংকেল। এর কম হলে ভাই।

    : তাহলে আপনি আমার আংকেল নাকি ভাই?

    : আমার বয়স ৪৭। আপনার যদি ২২ এর কম হয় তবে আমি আপনার আংকেল। এর বেশি হলে ভাই।

    : আরো সহজ কিছু?

    : আপনার জন্ম যদি ১৯৯৫ সালের আগে হয় তবে আমি আপনার ভাই। এর পরে হলে আংকেল।

      Comments:
    • FAQ:
      Q. এই রুল কই পাইলেন?
      এর জন্য তো আরেক স্টেটাসে ব্যখ্যা দিতে হবে ভাই [বা ভাতিজা, whatever]

      Q. এই রকম বানোয়াট কথা বলে আর কত আপনি আমাদের বিভ্রান্ত করবেন?
      হুপস :-)

    • সন্দেহ করছেন কেন? :-)
    • FAQ টা লিখা অবস্থায় আপনি FAQ এর প্রথম প্রশ্ন করে বসেছেন।

    13-Jun-2017 12:24 am

    13-Jun-2017 12:47 pm


    : এই ২৫ বছরের রুল কই পাইলেন? এই সব দলিল ছাড়া বানোয়াট কথা ... ... ....

    : ভাই, আংকেল মানে হলো বাপের বয়সী। একটা রিজেনেবেল বয়স ধরেন যখন ছেলেরা বিয়ে করে। এর আগে তো বাপ হতে পারে না, নাকি?

    : কত ধরবেন?

    : রাসুলুল্লাহ ﷺ বিয়ে করেছিলেন ২৫ বছর বয়সে, আর আলী রা: ২৪ বছর বয়সে। দুটো থেকে রাউন্ড করে ২৫।

    13-Jun-2017 12:47 pm

    13-Jun-2017 2:10 pm


    প্রসংগ: ফিতরা।

    কোনো এক বছর,
    দুই কেজি চাল দিলাম ফিতরা হিসাবে।

    কাজের লোক এসে বলে, সেই চাল ফকির বিক্রি করে দিয়েছে দোকানে।

    কত রেটে? আমি যে দামে কিনেছি তার অর্ধেক দামে। এবং দোকানদার ফকিরদের থেকে কেনা সব চাল মিশিয়ে রাখছে এক বস্তায়।


    সৌদিতে ফিতরার তিন কেজি চালের কাপড়ের সিলাই করা ব্যগ বিক্রি করে। আরবরা এক ব্যগ কিনে একজনকে দিয়ে দেয় ফিতরা হিসাব। শায়েখ মতিয়ুর রহমান মাদানীর লেকচারে শুনেছি।

    পরে ফেসবুকে পড়লাম এক ভাই লিখেছেন, ফকির দাড়িয়ে থাকে। ব্যগ পেলে দোকানে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে নেয়। দোকানদার ব্যগটা আরেক ফিতরা দাতার কাছে বিক্রি করে। cycle চলতে থাকে।


    মিডেলম্যনদের প্রফিট দিতে না চাইলে, ফিতরা টাকা দিয়ে আদায় করার পক্ষে দলিল পাবেন এখানে।
    https://www.facebook.com/habib.dhaka/posts/10152975749233176

      Comments:
    • আপনাদের ইফতারি প্যকেজের মত কোনো ফিতরা প্যকেজ আছে? ঈদের আগে পৌছাতে হলে কত দিনের মাঝে কিনতে হবে?

    13-Jun-2017 2:10 pm

    13-Jun-2017 5:47 pm


    ইনশাল্লাহ এবছর রমজান ২৯ দিনে হবে।

    ২৫ শে জুন সৌদিতে ঈদ। বাংলাদেশে ২৬ শে জুন।

    দেশে রবিবার রোজা রেখে সন্ধায় চাদ দেখার চেষ্টা হবে। এবং দেখা যাবে ইনশাল্লাহ।

    13-Jun-2017 5:47 pm

    13-Jun-2017 10:53 pm


    আমাদের গ্যলাক্সিতে কিছু জায়গা আছে সেখানে তারার সংখ্যা আমাদের এই এখানকার থেকে অনেক বেশি।

    সেখানে কোনো গ্রহ থেকে আকাশে তাকালে দেখা যাবে আকাশ বিশাল তারায় ভরা। আলোক সজ্জার মত।

    পৃথিবীর তারকার থেকে অনেক বেশি উজ্জল অসংখ্যা তারা পুরো আকাশ ঢেকে রেখেছে।

    এরকম একটা এলাকা: NGC 3603

    সৃষ্টির খুব কম এলাকাই আমরা দেখেছি।

    #HabibAstro

    13-Jun-2017 10:53 pm

    13-Jun-2017 11:45 pm


    collected/

    গতকাল এক মসজিদে ইফতারের দাওয়াত ছিলো। তাই ওখানে ইফতার করলাম। ঘটলো এক অপ্রীতিকর কাণ্ড। কয়েকজন লোক দস্তরখান ছাড়া ইফতারে বসে যাওয়ায় এক বয়োবৃদ্ধ চাচা তাদের খুব তিরস্কার করলেন। একপর্যায়ে এ কথাও বললেন, ‘এই রোযা আর ইফতারে কী ফায়দা হবে? ইফতারে বসে নবীর সুন্নত নাই, বেকার, সব বেকার…।’

    আসলেই কি দস্তরখান বিছানো সুন্নত? আর এই বাড়াবাড়ি কি ঠিক হলো? বিশিষ্ট ফিকহবিদ আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন বলেন, ‘হ্যা, দস্তরখান ব্যবহার সুন্নত, তবে দস্তরখান কোনটা? যে পাত্রে খাবার রেখে আহার করা হয়, মূলত তাই দস্তরখান, খাবারের পাত্র যার উপর রাখা হয় তা দস্তরখান নয়। পাত্রের নিচে বিছানো চামড়া, প্লাষ্টিক বা কাপড়কে যে দস্তরখান বলা হয়, তা আসলে দস্তরখান নয়। কেননা খাবার এগুলোর উপর রেখে খাওয়া হয় না, বরং পাত্রে রেখে খাওয়া হয়। বিধায় ঐ পাত্রই দস্তরখান এবং সুন্নত এটাই। তবে তা নবিজির অভ্যাসগত প্রয়োজনীয়অভ্যাসগত প্রয়োজনীয় সুন্নত (সুন্নতে আদিয়া লিলহাজাহ)।

    অতএব খাবারের সময় প্রচলিত দস্তরখান বিছানো সুন্নত হওয়ার ব্যাপারে যে কথা প্রসিদ্ধ আছে তা ঠিক নয়, বরং খানা খাওয়ার উপযোগী যে কোন বস্তুর উপর খানা রেখে খেলেই এ সুন্নত আদায় হয়ে যাবে। চাই তা কাচের পাত্র হোক কিংবা মাটির বাসন, মেলামাইনের প্লেট হোক বা কাঁসার বাটি অথবা অন্য কিছু। তথাপিও প্লাষ্টিক, চামড়া বা কাপড় ইত্যাদি বিছিয়ে তার উপর খাওয়া নিষেধ নয় এবং এতে দোষের কিছু নেই। বরং বিছিয়ে নেয়াই ভালো। কারণ এতে খাবারের শান প্রকাশ পায়। কিন্তু একে ‘সুন্নতে হুদা’ মনে করা এবং এ নিয়ে বাড়াবাড়ি করা উচিৎ নয়।’ .

    (প্রমাণাদি ও রেফারেন্সসহ বিস্তারিত জানতে দেখুন হযরতের লিখিত-‘ইসলাম ও আধুনিক চিকিৎসা’ পৃঃ৬৮-৭৬, সুনানে গায়রে হুদার বহস) . ইমাম গাযযালী রহ.ও এ কথা বলেছেন। তিনি লিখেন- . ﺇﻥ ﻣﻦ ﺁﺩﺍﺏ ﺍﻟﻄﻌﺎﻡ ﺃﻥ ﻳﻮﺿﻊ ﺍﻟﻄﻌﺎﻡ ﻋﻠﻰ ﺍﻟﺴﻔﺮﺓ ﺍﻟﻤﻔﺮﻭﺷﺔ ﻋﻠﻰ ﺍﻷﺭﺽ … ﺃﻥ ﻫﻨﺎﻙ ﺃﺭﺑﻌﺔ ﺃﺷﻴﺎﺀ ﺣﺪﺛﺖ ﺑﻌﺪ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻌﻢ ﻭ ﻫﻰ ﺍﻟﻤﻮﺍﺋﺪ ﻭ ﺍﻟﻤﻨﺎﺧﻞ ﻭ ﺍﻷﺷﻨﺎﻥ ﻣﺜﻞ ﺍﻟﺼﺎﺑﻮﻥ ﻭ ﺍﻟﺸﺒﻊ … ‏) ﺍﺣﻴﺎﺀ ﻋﻠﻮﻡ ﺍﻟﺪﻳﻦ ﻟﻠﻐﺰﺍﻟﻰ ٢ / ١٨ ﺁﺩﺍﺏ ﺍﻟﻄﻌﺎﻡ )

      Comments:
    • আমি যখন হাদিসের বই পড়ছিলাম তখনো এটাই বুঝেছিলাম। কিন্তু প্রচলিত নিয়ম যেহেতু ভিন্ন ছিলো তাই কথা তুলতাম না।

    13-Jun-2017 11:45 pm

    14-Jun-2017 3:15 pm


    প্রসংগ: "পাকিস্তান হলো সৌদিদের দাস"

    প্রথমে ইরানি মিডিয়া Fars ছাপায় "ইয়েমেন যুদ্ধে সাহায্য না করার জন্য মিশর আর পাকিস্তানের উপর ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি বাদশাহ"

    তারা যোগ করে: খবরটা আনভেরিফাইড। সত্য কিনা জানি না। এর উৎস ছোট কিছু অনলাইন পত্রিকা। কোন পত্রিকা? সেগুলোর নাম তারা দেয় না।

    সেটাকে খবর করে ছাপায় সুদানের একটা আরবী পত্রিকা
    https://arabi21.com/story/826345/

    সুদানের পত্রিকার রেফারেন্স দিযে পাকিস্তানের Dawn এর এক সাংবাদিক tweet করে, উনি নিজে যোগ করেন "পাকিস্তান হলো সৌদির দাস"। এটা মূল খবরে নেই।

    https://twitter.com/tanvirarain/status/873625251187499008/photo/1

    এর পর ভারতের postcard.news নামে অনলাইন পত্রিকা এইসব ছাপিয়ে নিজেরা আরো যোগ করে: সৌদিরা পাকিস্তনিদের "হিন্দু-মুসলিম" হিসাবে দেখে, তারা মনে করে নিজেরাই শুধু প্রকৃত মুসলিম -- এরকম অনেক কথা। এগুলো সব ভারতীয় রিপোরটারের যোগ করা, খবরের ব্যখ্যা হিসাবে। সালমানের কথা হিসাবে না।

    http://postcard.news/saudi-defence-minister-insults-pakistan-calls-slave-country/

    শেষে বাংলাদেশের পত্রিকাগুলো উপরের সবগুলো কথা সালমানের নিজের কথা ধরে নিয়ে খবর ছাপায় "সালমান বলেছেন পাকিস্তানিরা হলো আমাদের কৃতদাস। এরা হিন্দু-মুসলিম। আমরাই হলাম প্রকৃত মুসলিম"

    http://www.jugantor.com/online/international/2017/06/13/49475/

    ট্যাগ: যেভাবে খবর তৈরি হয় -- ছড়ায় -- আমাদের মিডিয়াতে যে ভাবে ছাপায় -- আর আমরা যা বুঝি।

    14-Jun-2017 3:15 pm

    14-Jun-2017 11:36 pm


    মেজর মাহফুজ আর ক্যপ্টেন তানভীর। পাহাড়ে উদ্ধার কাজ করার সময়ে পাহাড় ধ্বসে মারা গিয়েছেন।

    অনুগত হয়ে উনারা কাজ করে গিয়েছেন, ঝুকি নিয়ে, নিজেদের জীবনের পরোয়া না করে।
    আল্লাহ তায়ালা উনাদের উত্তম প্রতিদান দান করুন।


    14-Jun-2017 11:36 pm

    15-Jun-2017 4:03 pm


    মাজহাবগত পার্থক্য - ২০ : মেয়েদের মসজিদে যাওয়া ও তারাবী ইতেকাফ প্রসংগে


    তারাবীর নামাজ বা মসজিদে জামাত পড়ার ব্যপারে

    সালাফি: মেয়েদের মসজিদে যাওয়া নিষেধ নেই,
    https://islamqa.info/en/983
    কিন্তু গেলেও ছেলেদের মত সোয়াব পাবে না।
    https://islamqa.info/en/122393

    হানাফি:
    মেয়েদের মসজিদে যাওয়া মাকরুহ।
    http://ahlehaqmedia.com/5149/

    এবং ঘরে তারাবীর জামাত করার থেকে বরং একাকি পড়লে বেশী সোয়াব
    https://habibur.com/fatwa/4903/


    ইতেকাফ:

    হানাফি: মেয়েরা নিজের বাসায় ইতেকাফ করবে। নিয়মগুলো যে কোনো মাসলার বইয়ে বা নেটে সার্চ করলে পাবেন।

    সালাফি: মেয়েরা মসজিদে ইতেকাফ করবে।
    https://islamqa.info/en/37698


    ঈদের নামাজ:

    হানাফি: মেয়েরা ঈদের জামাতে যাবে না। যাওয়া মাকরুহ।
    http://ahlehaqmedia.com/5149/

    সালাফি: মেয়েরাও যাবে, এটা সুন্নাহ।
    https://islamqa.info/en/26983

    #HabibDiff

      Comments:
    • হানাফি: বুঝিয়েছি দেওবন্দি আলেমদের মত।
      সালাফি: বুঝিয়েছি সৌদি সরকারি মত।
      পক্ষে বা বিপক্ষে দলিল দেয়া এই সিরিজের উদ্যেশ্য না। শুধু শেষ কংক্লুশনটা জানিয়ে দেয়া।
      ফিকাহগুলোর অধিকাংশ আলেমের মত যদি আমি যা লিখেছি সেটা থেকে ভিন্ন হয় জানিয়ে দিলে ঠিক করে দেবো, ইনশাল্লাহ।
    • FAQ:

      "হানাফি বলতে তো শুধু দেওবন্দি বুঝায় না।"
      ছোট-বড় সব মত কভার করা আমার উদ্যশ্য না। তাই শুধু দেওবন্দি মত নিয়েছি এবং স্পষ্ট করে বলে দিয়েছি কার মত।

      "সৌদির সাথে "সরকারী" কথা লাগাচ্ছেন কেন?"
      সরকারি কথাটা আমার কাছে derogatory কোনো টার্ম না। বরং এটা দিয়ে আমি authenticity বুঝি। অনেকের আইডিয়া ভিন্ন, তাদের সাথে আমি দ্বিমত পোষন করি।

      "তাহলে বেসরকারী আবার কোনটা? /sarcastic."
      সালাফি মতধারার যারা সৌদি সরকারের বিরোধি এবং বিভিন্ন জায়গায় সরকার বিরোধি আন্দোলন করছে তারা বেসরকারী। তাদের মত আর সৌদি সরকারী মতে ক্রিটিকেল জায়গায় পার্থক্য আছে। :-)

    • ঢাকাতে আশে পাশে গরিব বলতে যারা আছে তাদেরও কিন্তু সারা বছর ২০-৩০ হাজার টাকা ক্যশ থাকে। এজন্য আমি যারা ঋনে পড়ে গিয়েছে তাদের দেবার চেষ্টা করি।

    15-Jun-2017 4:03 pm

    15-Jun-2017 11:48 pm



    কাতার ১২ বিলিয়ন ডলারে F15 ফাইটার কিনছে মাত্র ৩৬ পিস। প্রতিটা ৩০০ মিলিয়ন ডলারে।

    আমেরিকান সরকার এগুলো কিনে ৩০ মিলিয়ন ডলারে।

    কাতার এখন ১০ গুন বেশি দাম দিয়ে কিনছে। ট্রাম্প টুইট করছে "মধ্যপ্রাচ্যের টাকা আমি ফেরত আনছি"


    এর থেকে ভালো হতো যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো এই খরচ দিয়ে একটা ফাইটারের কারখানা তৈরি করে ফেলতো। প্রথমে টেকনোলজি একোয়ার করতে হয়তো খরচ পড়ে। কিন্তু একবার টেকনলজি পেয়ে গেলে ফাইটারগুলো প্রায় ফ্রি, যত সংখ্যক চায়।

    তবে এখন দেরি হয়ে গিয়েছে, সময় নেই। কিনা ছাড়া উপায় নেই।


    মনে পড়ে, পড়ছিলাম হালাকু খান যখন বাগদাদ দখল করে নেয় তখন বাগদাদের আমিরকে বন্ধি করে বলে
    : তোমার স্বর্ন সম্পদ কোথায়?

    চাপের মুখে সে মাটির নিচ থেকে সব বের করে দেয়।
    হালাকু খান তাকে বলে,
    : আমি হলে এই সম্পদ মাটির নিচে না রেখে এটা দিয়ে শহরে একটা শক্ত গেট তৈরি করতাম।


    একটা শক্ত সেনাবাহিনী থাকলে অধিকাংশ সময়ে যুদ্ধ করতে হয় না।
    শত্রুরা ভয়ে আক্রমন করে না।

      Comments:
    • meta (adj.) referring to itself or to the conventions of its genre; self-referential.
    • আপনার অরিজিনাল স্টেটাস কয়জনের মাথার উপরে দিয়ে গেছে সেটা চিন্তা করেন না?

    15-Jun-2017 11:48 pm

    16-Jun-2017 1:59 pm


    আজকে আসরের পর থেকে এতেকাফ আরম্ভ হবে।


    আগে একবার বসে সবচেয়ে বড় সমস্যা যেটা দেখেছিলাম তা হলো এতেকাফকারীদের মাঝে এলাকার বিভিন্ন লোকদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে গিবতের চর্চা, যেটাতে পেসিভলি আমিও শামিল হয়ে যেতাম যেহেতু কানে যাচ্ছে।


    কোনো কোনো মসজিদে সিসটেমেটিক এতেকাফ হয়। মিলিটারি স্টাইলে। কোনো এক বুজুর্গ ইন চার্জ থাকেন এবং সময় করে দেন এতটা থেকে ঘুম, এতটা থেকে তিলওয়াত, এর পর তালিম, বয়ান। সারা দিন ব্যস্ত রাখার জন্য। সে সকল মসজিদে প্রচুর লোক এতেকাফ করে।

    তবে এটা আমার পছন্দ না। একা করার পক্ষে।


    মক্কা মদিনায় তারাবি চলে ১১ টা পর্যন্ত। এর পর আবার রাত ১ টা থেকে তাহাজ্জুদ, চলে ৩টা পর্যন্ত। ফজরের ৩০-৪০ মিনিট আগে শেষ হয়। তাহাজ্জুদে ১০ রাকাতে ১ পারা তিলওয়াত করে।

    ফজরের পর সবাই ঘুমায়। জোহর পর্যন্ত। জোহর হয় ১২টার দিকে।

    এটা ভালো।


    আগের পোষ্টগুলো/

    এতেকাফ সংক্রান্ত কিছু ভুল ধারনা:
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153715198083176

    আনুভুতি কি?
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153713265838176

    এতেকাফে বসে ল্যপটপে প্রোগ্রামিং করা যাবে?
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153694718743176

    16-Jun-2017 1:59 pm

    16-Jun-2017 2:52 pm


    আমি বললাম, পাহাড় ধ্বসে শতাধিক মানুষ মারা গেছেন এটা কি জানেন?

    বললেন, না জানিনা। টিভিতে কি যেন দেখাইছিল মনে নেই। তাছাড়া এসব ত আর তেমন কিছুই না। মানুষ ত প্রতিদিনই মারা যাচ্ছে।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    16-Jun-2017 2:52 pm

    16-Jun-2017 4:50 pm


    আরব দেশে প্রচলিত উথমানি প্রিন্ট আর এই উপমহাদেশে প্রচলিত দিল্লি প্রিন্ট কোরআন শরিফের মাঝে কিছু পার্থক্য।

    নিচের আয়াতে "মারাদুন" এ গুন্নাহ হবে "আদাবুন" এ গুন্নাহ হবে না।

    উথমানী প্রিন্টে একারনে ডাবল-পেশ দুই জায়গায় দুই রকম করে লিখা আছে। লক্ষ্য করে বুঝতে পারবেন। এর পর সব জায়গায় এটা দেখে বুঝতে পারবেন কোথায় গুন্নাহ হবে বা হবে না।

    দিল্লি প্রিন্টে এরকম কোনো পার্থক্য নেই। তাই এদগাম-এখফা এর হরফের লিষ্ট মুখস্ত করে খেয়াল করে পড়তে হবে।

    এজন্য আমার কাছে উথমানী প্রিন্ট থেকে পড়া সহজ মনে হয়।

    আরো কয়েকটা পার্থক্য পরে দেখাবো ইনশাল্লাহ।


    দিল্লি প্রিন্ট


    উথমানী প্রিন্ট

    16-Jun-2017 4:50 pm

    16-Jun-2017 6:02 pm


    উথমানি আর দিল্লি প্রিন্টের দ্বিতীয় পার্থক্য।

    নিচের আয়াত "আনতা" গুন্নাহ হবে, কিন্তু "মিনহা" গুন্নাহ হবে না।

    উথমানি প্রিন্টে এটা বুঝা যায়।
    নুন এর উপর যেখানে সাকিন দেয়া নেই সেখানে গুন্নাহ হবে।
    সাকিন থাকলে নরমাল সাকিন দিয়ে পড়তে হবে।

    কিন্তু দিল্লি প্রিন্টে উভয় জায়গায় সাকিন থাকে। একারনে নিয়ম জেনে বুঝে পার্থক্য করে পড়তে হয়।

    যে কারনে উথমানী প্রিন্ট আমার কাছে সহজ লাগে।


    দিল্লি প্রিন্ট।

    16-Jun-2017 6:02 pm

    16-Jun-2017 11:07 pm


    Andromeda Galaxy. আমাদের সবচেয়ে কাছের গ্যলাক্সি।

    যুগ যুগ ধরে মানুষ এন্ড্রমিডা দেখে আসছে। কিন্তু এটা যে এত দূরে এবং আমাদের গ্যলাক্সির বাইরে একটা ভিন্ন গ্যলাক্সি সেটা মানুষ বুঝে ১৯২০ সালের পরে। তখন পর্যন্ত বিজ্ঞানের বইগুলোতে একে নেবুলা, মানে কাছের কোনো গ্যাসের মেঘ হিসাবে ব্যখ্যা করা হতো।

    বিশাল আরেক জগৎ, যার ডিটেলস আমরা খুব কম দেখতে পারি আমাদের টেলিস্কোপ দিয়ে।

    #HabibAstro

    16-Jun-2017 11:07 pm

    17-Jun-2017 5:22 am


    সহীহ ম্যংগো ফেয়ার ও জয়িফ ফার্মেসি।


      Comments:
    • ছোটবেলায় আমাদের কোথায় তিন আলিফ টান হবে সেটার নিয়ম শেখাতো। অথচ এটা সব প্রিন্টে মার্ক করাই থাকে। নিয়ম না জানলেও পড়া যায়।

    17-Jun-2017 5:22 am

    17-Jun-2017 2:20 pm


    "লিবা'দিন" গুন্নাহ হবে না। পরের আক্ষরে আইন আছে বলে।
    "কালিমাতিন" গুন্নাহ হবে। কারন পরের অক্ষর ফা বলে।

    উথমানি প্রিন্টে দুই-যের [কাসরাতাইন] লিখার স্টাইল দুই জায়গায় একারনে ভিন্ন। কোথায় গুন্নাহ হবে আর হবে না সেটা বুঝানোর জন্য।

    দিল্লি প্রিন্টে এরকম থাকে না।

    সবুজ বর্ডারে লিখা হলো উথমানি প্রিন্ট। অনেকে যেটাকে বলে সৌদি প্রিন্ট। আরব দেশে এটা প্রচলিত। দেশেও প্রচুর কপি আছে। আপনার মসজিদেও পাবেন।

    কালো বর্ডারে দিল্লি প্রিন্ট। দেশে হাফেজি কোরআনের ফন্টও এরকম। উপমহাদেশে যেটা প্রচলিত।

    আরেকটা আছে কোলকাতা প্রিন্ট যার ছবি দেয়া হয় নি। এটার লিখাগুলো অনেকটা স্কয়ার এবং সমান লাইনে লিখা, বাংলার মত। বেশি বাকানো না। আমাদের দেশে অধিকাংশ লোক কোলকাতা প্রিন্ট পড়তে স্বচ্ছন্দ বোধ করে।


      Comments:
    • পোলাপাইনের কাজ কারবার, ছাইড়া দেন। রমজানের শেষ দশ দিন। রাগা যাবে না। :-)
    • মুফতিরা যে বলেন "স্বামি রান্না করে বৌকে খাওয়াবে" এটা তাদের নিরাপত্তার জন্য কিনা বুঝতে হবে।

    17-Jun-2017 2:20 pm

    17-Jun-2017 3:13 pm


    রমজান আসে নেকি কামাইয়ের জন্য। কিন্তু ঝগড়া মানুষের নেকিগুলোকে সেভাবে ধ্বংশ করে দেয় যেমন মাথা কামালে চুল পড়ে যেতে থাকে।

    রমজানে কিছু লোক ঝগড়া বিবাদ বাড়িয়ে দেয়, "সারা দিন রোজা রেখে মাথা গরম হইয়া আছে।"

    খুব বেশি সাধু মানুষ যারা মাথা ঝুকিয়ে থাকে "কারো সাথে ঝগড়া করবো না", তাদেরও দেখবেন ২৬-২৭ তারিখের দিকে এমন কিছু হয়েছে যে ঝগড়া না করে পারে নি, "চুপ তো থাকা যায় না।"

    সমাধান কি?

    এতেকাফে বসে যাওয়া। এতেকাফের সোয়াব সে যে সারা রাত নামাজ পড়ছে তার জন্য না। বরং সে যে দুনিয়ার মানুষের ক্ষতি না করে একা একা মসজিদে বসে আছে এ জন্য। মসজিদে সারা দিন ঘুমালেও।

    নামাজের সোয়াব এর উপর এক্সট্রা। শবে কদর পেলে এর উপর হাজার মাস মাল্টিপ্লাইড।

      Comments:
    • Relevant:
      https://www.facebook.com/habib.dhaka/posts/10153715198083176

    17-Jun-2017 3:13 pm

    25-Jun-2017 7:40 pm


    Eid Mubarak!

    25-Jun-2017 7:40 pm

    26-Jun-2017 5:16 am


    ঈদের দিনে,


    জুম্মা বা অন্যান্য নামাজের সময় এটা না করলেও ঈদের দিন ঈদগাহে যাবার সময় যাবার সময় রাসুলুল্লাহ ﷺ যে রাস্তা দিয়ে যেতেন, ফিরার সময়ে অন্য রাস্তা দিয়ে ফিরতেন।

    প্লাস, অন্যান্য নামাজ হতো মসজিদে যেটা রাসুলুল্লাহ ﷺ এর বাসার পাশে। কিন্তু ঈদের নামাজ মসজিদে আদায় না করে উনি শহরের বাইরে মাঠে আদায় করতেন।


    وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

    এটা সুরা বাকারার আয়াতের শেষ অংশ, যেটাতে রোজা ফরজ হবার কথা বলার শেষে, আল্লাহ তায়ালা বলছেন,

    "... যেন তোমরা সব রোজা পূর্ন করতে পারো, এবং এই কারনে আল্লাহু আকবার বলো যে আল্লাহ তোমাদের হিদায়াত দিয়েছেন, এবং এর শুকরিয়া আদায় করো।"

    এর থেকে ঈদের দিন সকালে নামাজ পড়তে যাবার সময় আমরা বলি

    "আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু।
    আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।"


    মশহুর হাদিস,
    হযরত জাবের রাঃ থেকে বর্ণিত রসুল সঃ এরশাদ করেন ঈদুল ফিতরের দিন ফেরেস্তারা রাস্তার অলিতে গলিতে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে,
    হে মানুষ আজ তোমাদের রবের পক্ষ থেকে পুরষ্কার দেয়া হবে।
    পুরষ্কার নিতে তোমরা ভোরে ঘুম থেকে উঠ।
    তোমরা রোজা রেখেছো এবং আল্লাহর আনুগত্য করেছো।
    তাই আজ তোমাদের রবের থেকে পুরষ্কার নিয়ে যাও।

    যখন ঈদের নামাজ শেষ হয় তখন ফেরেস্তারা বলে,
    আল্লাহ তায়ালা তোমাদের ক্ষমা করে দিয়েছেন।
    তোমরা ঘরে ফিরে যাও

    26-Jun-2017 5:16 am

    26-Jun-2017 8:40 am


    "ঈদের নামাজের এক্সট্রা তকবিরগুলোর প্রতিটার পর হাত নামাজের মত বেধবো, নাকি নিচে ছেড়ে দেবো?"

    শুধুমাত্র তৃতীয় তকবিরের পরে হাত বাধবেন। বাকিগুলোর পর ছেড়ে দেবেন।

    26-Jun-2017 8:40 am

    26-Jun-2017 8:44 am


    : ভাই, জাকাতের রেট জানি, ফিতরার রেটও জানি, তবে.
    : তবে কি?
    : ঈদের সালামীর চলতি রেট কত?
      Comments:
    • দেখা হলে কেউ ঈদ মোবারাক বলে নাকি?
      আমি জানতাম এটা শুধু ঈদ কার্ডে লিখার জন্য।
      আর বর্তমান যুগে ফেসবুকে পোষ্ট দেবার জন্য।

    26-Jun-2017 8:44 am

    26-Jun-2017 3:42 pm


    ঈদের নামাজের ৬ তকবিরের মাঝে কেবল তৃতীয় তকবিরের পর নামাজের মতো হাত বাধতে হবে। বাকিগুলোর পর হাত ছেড়ে নিচে নামিয়ে ঝুলিয়ে দিতে হবে। As simple as that.

    26-Jun-2017 3:42 pm

    26-Jun-2017 4:24 pm


    A simple statement like "I didn't say she stole the money" can have 7 different meanings depending on which of the seven words in the sentence you emphasize on. :-)

    https://www.youtube.com/watch?v=_8UYCo7-fqY&feature=youtu.be&t=29s

      Comments:
    • কোরবানীর ঈদের নামাজের জন্য রেখে দিন।
    • better early than late, as the saying goes.
    • indeed.

    26-Jun-2017 4:24 pm

    27-Jun-2017 12:26 am



    এতদিন পর্যন্ত সব কিছু অনেকটা নিউট্রাল টোনে লিখার চেষ্টা করেছি। নিজে যেটাই সঠিক বলে বিশ্বাস করি না কেন। কোনো পক্ষ না নিয়ে।

    কিন্তু এটা আমার কাছে অনেকটা মিথ্যার মত মনে হচ্ছে। নিজের অবস্থানও পরিস্কার করা দরকার। যেন যারা সিমিলার মাইন্ডস আছেন তারা যেন এর সাথে আইডেন্টিফাই করতে পারেন।

    এতদিন এটা করতাম না বাজে তর্ক ও মুসলিম ভাইদের সাথে ঝগড়া বিবাদ শত্রুতা এড়ানোর জন্য। কিন্তু ফেসবুকের কমেন্ট বন্ধ করে রাখার পর প্রশ্ন-তর্ক অনেক কমে এসেছে। তাই সাহস করে নেক্সট স্টেপে যাবার প্লেন করছি।


    ছয় মাস আগে প্লেন করেছিলাম মাজহাবগত পার্থক্যের উপর একটা সিরিজ লিখবো। ২০টা পোষ্টে এর আধিকাংশ টপিক যা আমার জানা আছে কভার করে এনেছি। এবং সেই সিরিজটা নিউট্রালি লিখার চেষ্টা করেছি যতটুকু সম্ভব।


    এখন প্লেন দুটো নতুন সিরিজের।
    টাইটেলস:
    টপিক ১: "হানাফি মাজহাবের পক্ষে।"
    টপিক ২: "এক্সট্রিমিজমের বিপক্ষে।"

    এগুলো খুবই অপিনিয়ন্ড হবে, as said earlier. কিন্তু এর পরও যারা কনফিউশনে আছেন তারা এর মাঝে কিছু ডিরেকশন এবং পসিবিলিটি খুজে পাবেন।

    এর মাঝে যদি খায়ের থাকে তবে যেন আল্লাহ বরকত দেন।
    নচেৎ যেন এখানেই বন্ধ করে দেন।
    আমিন।

    27-Jun-2017 12:26 am

    27-Jun-2017 2:54 am


    আজকে শাওয়ালের ১ তারিখে [ঈদের দিন] ফজরের সময়ে মসজিদে নববীর গেইট খুলার মুহুর্ত।

    সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আন-নাবীইল উম্মি।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • Agree. এগুলো নিয়ে কিছু লিখলেই এক পক্ষ বা ঐ পক্ষকে উগ্রে দেয়া হয়। এই জিনিসটা cool headed কি করে করা যায় এখনো ডিসাইডেড না।
      হয়তো কমেন্টস অফ করে রাখবো যেন সেখান থেকে উস্কানি না ছড়ায়।

      কিন্তু একটা বড় অংশেরই ভেলিড অনেক question আছে। এগুলোর উত্তর তাদের পাওয়া উচিৎ।

    • https://www.facebook.com/habib.dhaka/posts/10154599982538176
    • মানে বাংলাদেশ সরকার যেদিন ঈদ ঘোষনা করেছে সেদিন এবং দেশের অধিকাংশ মুসলিমদের সাথে।

    27-Jun-2017 2:54 am

    27-Jun-2017 8:29 pm


    এ দেশে শীতের রাতে আকাশে কোনো মেঘ থাকে না।
    ধরি কোনো দিন আকাশে চাদও নেই।
    এর পরও শহরের লাইটের আলোর কারনে আকাশে তেমন কিছু দেখা যাবে না।

    যেতে হবে গ্রামে। খোলা আকাশর নিচে।

    উপরে তাকালে আকাশে আলোকিত সাদা একটা মেঘ দেখা যাবে।
    আকাশের প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে।

    এটা আমাদের ছায়াপথ, মিল্কিওয়ে। আমাদের গ্যলাক্সি।
    কোটি কোটি তারার আলো মিলে মেঘের মত দেখা যায়।

    #HabibAstro


      Comments:
    • না। এগুলো বরং প্রোফেশনালদের তোলা, বিখ্যাত ছবি।
    • indonesia.

    27-Jun-2017 8:29 pm

    28-Jun-2017 6:51 am



    এককালে বড়লোকেরা মুরগি খেতো। গরিবদের জন্য ছিলো সস্তা গরুর গোস্ত।

    এখন পরিস্থিতি বদলিয়ে গিয়েছে। গরু ভিআইপি আইটেম। গরিবদের জন্য মুরগি।


    Reminds, এককালে বাজারে গিয়ে আমরা কিনে আনতাম সস্তা ইলিশ মাছ। বড়লোকদের দেখতাম রুই-কাতলা দরদাম করতে।

    এখন ইলিশ কিনার মত টাকা নেই। তাই সস্তায় রুই-কাতলা কিনে আনি।


    ভালো খাবার কোয়ালিটি দিয়ে মাপা হয় না। বরং মাপা হয় রেয়ারিটি দিয়ে।

    Good Cholesterol তেল কোনটা? এদেশে ডাক্তার বলে সয়াবিনের বদলে কর্ন-অয়েল খাও। সয়াবিনের থেকে তিন গুন বেশি দাম।

    আমেরিকায় সবাই কর্ন অয়েল খায়। তারা নিশ্চই খুশি হয়ে খায়? ঠিক?
    নেটে সার্চ দিয়ে দেখি তাদের ডাক্তাররা বলে সয়াবিন তেল খেতে। সেখানে আবার সয়াবিনের দাম বেশি বলে।

    28-Jun-2017 6:51 am

    28-Jun-2017 7:49 am


    প্রসঙ্গ : মধ্যপ্রাচ্য


    ৬০ বা ৭০ দশকের আধুনিকতা ও ব্যক্তি স্বাধিনতার যুগে সে চেতনা মধ্যপ্রাচ্যেও আঘাত হানে। সৌদি ইরান এই ধরনের দেশগুলো ওয়েস্টার্ন কালচার, মিউজিক আর ড্রেসে অভ্যস্ত হতে থাকে।

    তবে সে দেশের কনজারভেটিভরা এটা পছন্দ করে না। ১৯৭৯ সালে সৌদিতে ঘটে হারাম দখলের ঘটনা আর ইরানে রেভুলেশন।


    এর পর সৌদি সরকারকে বুঝানো হয় আপনারা নিজেরা ব্যক্তি জীবনে যাই করেন না কেন জনগন ইসলামি ভাবে থাকতে চায়। এটা যদি না করেন তবে আপনারাও ক্ষমতায় থাকতে পারবেন না। এরকম ঘটনা আরো বড় বড় করে ঘটবে।

    আসে সৌদি রিলেজিয়াস পুলিস।


    সৌদি হাই'য়া বা মুতাওইয়া বা রিলেজিয়াস পুলিশ গত কয়েক বছর আগ পর্যন্ত কাজ করে যাচ্ছিলো। অনৈসলামিক কিছু দেখলে শাস্তি।

    এর পর বিন-সালমান দেশের ক্ষমতায় আসেন। সৌদিকে আধুনিক করার জন্য রিলেজিয়াস পুলিশ বন্ধ করে দেন। অফিসিয়ালি সংগিত অনুষ্ঠান করে দেশে মিউজিক বৈধ ঘোষনা করেন। "চিত্তবিনোদনের দরকার আছে।" কথা চলছে কিছু সিনামা হলও দেয়া যায় কিনা।

    এর পর হয়তো এরকম আরো অনেক কিছু তাদের প্লেনে আছে। Vision 2030.


    দোকানে লাউড মিউজিক বাজিয়ে বিক্রি করা এখন স্বিকৃত ব্যবসা। কিছুদিন আগেও এটা ছিলো নিষিদ্ধ।

    সৌদি সোসাইটি এই পরিবর্তন কতটুকু মানতে পারবে এটা প্রশ্নবিদ্ধ। একটা কলিশন অবধারিত। ইন্টারেস্টিংলি ১৯৭৯ সালে জুহাইমানের কাজগুলোর একটা ক্যটালিস্ট ছিলো সৌদিতে দোকানে ওয়েস্টার্ন মিউজিক বাজানোর বিরোধিতা।


    প্লাস, মধ্যপ্রাচ্যে একটা পোলারাইজেশন হচ্ছে। এক দিকে কাতার, ইরান, তুরস্ক। অন্যদিকে মিশর, সৌদি, আমিরাত।

    মুসলিমদের মূলধারা এ দুয়ের মাঝে কারা?

    সৌদি ১০ দিনের ডেডলাইন দিয়েছে যেটার হয়তো আর ৫ দিন আছে। কাতার এগুলো মানবে না। এবং সৌদি আর কিছু করতে পারবে বলে মনে হয় না।

    Watching.

    28-Jun-2017 7:49 am

    28-Jun-2017 12:47 pm

    28-Jun-2017 3:23 pm


    গল্প অনুবাদ:

    শীতের রাত।
    রাজা প্রাসাদে ঢুকতে গিয়ে দেখে বাইরে এক বৃদ্ধ প্রহরী দাড়িয়ে।
    পাতলা কাপড়ে।

    রাজা তারা কাছে যায়,
    : তোমার শীত লাগে না?
    : লাগে। কিন্তু আমার গরম কাপড় নেই। সহ্য করে যাই।
    : আমি প্রাসাদে ঢুকে কোনো চাকরকে দিয়ে গরম কাপড় পাঠিয়ে দেবো।

    প্রহরী খুব খুশি।

    ভেতরে গিয়ে রাজা ভুলে যায়।

    সকালে দেখা যায় প্রহরী শীতে মরে পড়ে আছে।
    পাশে একটা কাগজে কাপা হাতে লিখা,

    : মালিক। এতদিন প্রতি রাতে আমি শক্তি দিয়ে শীত ঠেকিয়ে এসেছি। কিন্তু আপনার গরম কাপড়ের ওয়াদা আমার শক্তিকে কেড়ে নিয়ে আমাকে হত্যা করেছে।

    শিক্ষা: অন্যকে দেয়া আপনার ওয়াদা তারা কাছে আপনার ধারনা থেকে বেশি দামি। ওয়াদা ভঙ্গ করবেন না। আপনি জানতে পারবেন না কি ভেঙ্গেছেন।

    মূল:
    https://www.facebook.com/kesas.wa.ebar/photos/a.362702487084778.83853.362699180418442/1494705490551133/

    #HabibTranslation

      Comments:
    • ২ নং লাইনে ভুল। root over x square equals plus minus x.
      ২ নং লাইনে plus এর জায়গায় plus-minus হবে।
      plus-minus বসালে এর পর সব লাইন ঠিক থাকে এবং answer হয় 0 অথবা 2.

    28-Jun-2017 3:23 pm

    28-Jun-2017 10:15 pm


    Corrected math

      Comments:
    • meme killer.
    • কেন? ডিফারেন্স কি?
    • তো? কিরকম জুতা কিনতে হবে সেটা বলেন।
    • মানে বলছেন নতুন কিছু কেনার দরকার নেই? যেটা পড়ছি সেটা পড়তে থাকলেই চলবে?

    28-Jun-2017 10:15 pm

    29-Jun-2017 1:53 pm


    এখানে ভুল কোথায়?

    Let x = 1.
    Square both sides: x2 = 1
    Subtract 1 from both sides: x2 – 1= 0
    Factor: (x+1)(x-1) = 0
    Divide both sides by (x-1): x+1 = 0
    Substitute the value of x: 1 + 1 = 0
    Conclusion: 2 = 0.

    উত্তর,
    ৫ নং লাইনে।
    Divide both sides by (x-1)
    x যদি 1 হয় তবে (x-1)=0.
    দুই দিক এমনিতে zero, এর উপর zero দিয়ে আবার দুই দিক ভাগ করা হচ্ছে।
    0 divided by 0 equals plus minus infinity. And not 1 as the solution suggests.

    ইকুয়েশনটা দাড়ায় ±∞ = ±∞
    এর পর সলুশনের কিছু থাকে না।

    #HabibMemeKiller

      Comments:
    • //কেউ কেউ কোর'আন অনুযায়ী হাদিস বুঝার চেষ্টা করেন// কোরআন হাদিসের ব্যখ্যা না। বরং হাদিস হলো কোরআনের ব্যখ্যা।

    29-Jun-2017 1:53 pm

    29-Jun-2017 10:27 pm


    এক্সট্রিমিজমের বিপক্ষে - ২ : তারা মুসলিমদের মূলধারা না।


    এই দেশের অধিকাংশ উলামা তাদের বিরুদ্ধে।
    হানাফি-দেওবন্দি আলেমগন তাদের বিরুদ্ধে প্রথম থেকেই।
    সালাফি-আহলে হাদিস আলেমগনও তাদের থেকে নিজেদেরকে মুক্ত ঘোষনা করেছেন।

    এবং এগুলো ফান্ডামেন্টাল এবং আইডলজিক্যল পার্থক্য। "জিনিস ঠিক কিন্তু এক্সিকিউশন খারাপ" -- এই সেন্সে না।


    একটা দল মূলধারার সংগে আছে নাকি বিপক্ষে, সেটা বুঝার সহজ উপায় হলো তাদের কথা ফলো করা। যদি দেখেন তারা বলছে,

    "মুসলিমদের মূলধারা ভুলের উপর আছে"
    "কোরআন হাদিসেই বলা আছে মূলধারা ভুলের উপর থাকবে"
    "মূলধারা বলতে সংখ্যাগরিষ্ঠ না বরং যেটাই সঠিক সেটা বুঝায়"

    -- এ ধরনের কথা। তবে এটা তাদের স্বিকারোক্তি যে তারা নিজেরা মূলধারা না। এবং মুসলিমদের মূলধারাকে তারা ভ্রান্ত মনে করে।

    এ যুক্তিগুলো তাদের কাছে প্রায়ই শুনতে পাবেন।


    তাদের উপরের যুক্তিগুলো ঠিক না ভুল সেই ব্যখ্যায় এখানে যাচ্ছি না।
    এতটুকু বুঝলে যথেষ্ট যে তারা মূলধারার বাইরে মুসলিমদের একটা ক্ষুদ্র দল।

    #HabibExtremism

      Comments:
    • সকল edge case cover করা আমার উদ্দ্যেশ্য না।
      সকল exception এর ব্যখ্যা দেয়াও আমার উদ্দ্যেশ্য না।

      যতটুকু লিখেছি ততটুকুর মাঝে মুল থিমটা রিয়েলাইজ করতে পারার কথা।
      হলে হলো না হলে বিপরতি পথে গেলো।

      There is no point in splitting hair.
      Don't miss the forest because of the trees.

    29-Jun-2017 10:27 pm

    30-Jun-2017 10:19 pm



    ব্যক্তিগত ভাবে আমি কোনো মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষন করি না। বা তাকে ঘৃনা করি না।

    তার ভালো কাজগুলোর জন্য তাকে আমি ভালোবাসি। সে কালিমার সাক্ষ্য দেয়, আল্লাহর ইবাদত করে এবং অন্যকেও এর উপর আনার চেষ্টা করে।

    এর পর তার মাঝে যদি পথচ্যুতি বা ভুল দেখি, তবে তার খারাপ কাজকে অপছন্দ করি, তাকে না।

    কেউ যদি আমার সামনে তাকে বা তার দলকে গালি দেয় তবে আমি তাকে ডিফেন্ড করবো, তার আইডলজি আমার থেকে যত ভিন্ন হোক না কেন।


    তবে যারা আমাকে কাফেরদের কাতারে ফেলে দেয়, তাদের সাথে অতি বিনয় দেখাই না। এরকম দেখেছি বিদেশে গিয়ে শিয়াদের মাঝে, আর এদেশে ছুন্নি-জামাতের মাঝে।


    আল্লাহ তায়ালা আমার অন্তরকে অন্য মুসলিমদের প্রতি বিদ্বেষ বা ঘৃনা আসা থেকে হিফাজত করুন।

      Comments:
    • হযরত Tanvir Raj কি এবার হজ্জের যাচ্ছেন নাকি?

    30-Jun-2017 10:19 pm