Post# 1497084003

10-Jun-2017 2:40 pm


তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে। দেখে রাস্তার পাশ এক লোক গর্ত করছে।

১ম জন বলে:
দেখো! এই লোক রাস্তার পাশে গর্ত করছে। নিঃসন্দেহে সে একজনকে খুন করেছে আর আজকে রাতে তাকে এখানে কবর দেবে। আমি তাকে পাথর মারবো।

২য় জন বলে:
না না। সে খুনি না। বরং কাউকে সে বিশ্বাস করে না। তাই নিজের টাকা পয়সা এখানে লুকিয়ে রাখবে।

৩য় জন তাদের দিকে তাকিয়ে বললো:
এটাও না ওটাও না। সে পানির জন্য কুয়া খুড়ছে। উনি ভালো লোক।

শিক্ষা:
মানুষ অন্যের ব্যপারে তাই ধারনা করে যা নিজের মাঝে আছে।
সৎ লোক মানুষকে সৎ দেখে, খারাপ লোক খারাপ।
যেমন প্রবাদ আছে: কলসি থেকে ঐটাই বেরুবে যেটা কলশির ভেতর আছে।

একারনে মানুষের ব্যপারে ভালো ধারনা করো, যেরকম তুমি চাও মানুষ তোমার ব্যপারে ভালো ধারনা করুক।

[মূল আরবী, যেখান থেকে অনুবাদ করা হয়েছে]
https://www.facebook.com/qsas.3br/posts/806384899509201

#HabibTranslation

10-Jun-2017 2:40 pm

Published
10-Jun-2017