Post# 1497170101

11-Jun-2017 2:35 pm


অধিকাংশ তর্কে প্রথম দু-এক রাউন্ডের পরই দেখবেন এক সাইড দলিল-প্রমান নিয়ে দাড়িয়ে আছে অন্য সাইড ইমোশন দিয়ে উত্তর দিচ্ছে।

তখন বুঝি যে দ্বিতীয় সাইড হেরে গিয়েছে। কিছু একটা বলতে হবে তাই বলছে।

    Comments:
  • ঠিক।
  • "নিজাম ভাই এগিয়ে যান, আমরা আছি তোমার সাথে।"
  • ঠিক। তবে কোনো তর্কে যে মুহুর্তে দেখি কোনো সাইড Appeal to emotion logical fallacy প্রয়োগ করছে তখন ঐ পক্ষের পরবর্তি যুক্তি গুলোর ব্যপারেও সন্দেহ চলে আসে। ওগুলো কি ঠিক? নাকি জিতার জন্য সে মরিয়া তাই বলছে?
  • https://en.wikipedia.org/wiki/Appeal_to_emotion
  • নেই। দলিল বিহীন কথা। যাকে আমি বলি "ব্যক্তিগত মত"। :-)

11-Jun-2017 2:35 pm

Published
11-Jun-2017