Post# 1496670029

5-Jun-2017 7:40 pm


দোয়া:

রাসুলুল্লাহ ﷺ বলেছেন যখন তোমাদের কেউ সকাল পাবে সে বলবে

اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا
وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ
আর যখন সন্ধ্যা পাবে বলবে

‏اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا
وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ

অর্থ:
হে আল্লাহ।
আপনার জন্য আমাদের সকাল,
আপনার জন্য আমাদের সন্ধ্যা,
আপনার জন্য জীবন।
আপনার জন্য মরন।
আপনার কাছে ফিরে যাবো।

- তিরমিজি।
https://sunnah.com/tirmidhi/48/22

দুই দোয়ার অর্থ কাছা কাছি। কিছু পার্থক্য আছে।

উচ্চারন ও মুখস্ত:
ইউটুবের এই ভিডিওটা দেখতে থাকলে মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ।
https://www.youtube.com/watch?v=dEOXvWtCTlc
https://www.youtube.com/watch?v=gVcuXI8FYVI

পোষ্ট করা দোয়াগুলো এই পেজে সংগ্রহ করছি।
https://habibur.com/page/dua/

#HabibDua

5-Jun-2017 7:40 pm

Published
5-Jun-2017