আন্তর্জাতিক বাজারে স্বর্নের রেট এখন প্রায় ৪০ হাজার টাকা ভরি। ঢাকার তাতী বাজার হলো স্বর্নের পাইকারি মার্কেট। এবং তাতিবাজারে রেট আন্তর্জাতিক রেটের কাছা কাছি থাকে।
আলেমদের মতে স্বর্নের বিক্রয় মূল্যের উপর জাকাত হিসাব করা হয়। অর্থাৎ আপনার কাছে যে স্বর্ন আছে সেটা এখন বাজারে বিক্রয় করতে গেলে যত টাকা পাবেন তার উপর জাকাত।
বিক্রি করতে গেলে তাতি বাজারের থেকে বেশি রেটে কেউ দেবে না।
FAQ:
"আমার জাকাত কত হবে?"
৪০ হাজার টাকা ভরি ধরে যত টাকা হয় তার ৪০ ভাগের একভাগ। সাড়ে সাত ভরির নিচে হলে কোনো জাকাত নেই।
"আমার কাছে জাকাত দেবার মত এত টাকা নেই।"
স্বর্নের ৪০ ভাগের একভাগ জাকাত হিসাবে কাউকে দিয়ে দেন। মিডিয়াম কোয়ালিটির স্বর্ন সিলেক্ট করবেন।
- Comments:
- Relevant.
https://www.facebook.com/habib.dhaka/posts/10153677244278176