Post# 1497199764

11-Jun-2017 10:49 pm


গল্প-অনুবাদ:

এক লোক একটা কন্সট্রাকশন কম্পানিতে বহু বছর চাকরি করে।
বয়স হয়ে আসে।
চাকরি ছেড়ে দিয়ে এখন বাকি জীবনটা শান্তিতে কাটাবে, পরিবারের সাথে।

বসকে জানায়।

বস বলে,
: তুমি যেতে পারো। তবে তোমাকে একটা শেষ বাড়ি বানিয়ে দিয়ে যেতে হবে।

লোকটা অনিচ্ছায় রাজি হয়।
তাড়াহুড়া করে বাড়িটা তৈরি করে দেয়।
যত্ন ছাড়া, কোনো রকমে একটা।

কাজ শেষে চাবি তুলে দেয় বসের হাতে।

বস হেসে বলে,
: আসলে এই ঘরটা কম্পানির পক্ষ থেকে তোমাকে উপহার! এত বছর ধরে এখানে চাকরি করেছো সেজন্য!

লোকটা শকড!
প্রচন্ড আফসোস করতে থাকে ঘরটা যত্ন নিয়ে সুন্দর করে না বানানোর জন্য!

আমাদের ইবাদতের মাঝে যা তাড়াহুড়া করে আমরা করি, যত্ন ও মনোযোগ ছাড়া, সেগুলোর পরিনতিও এরকম।

জেনে নিও, শেষে তোমার ইবাদত তোমারই, আল্লাহর না।

[মূল আরবী]
https://www.facebook.com/qsas.3br/posts/846256288855395

#HabibTranslation

11-Jun-2017 10:49 pm

Published
11-Jun-2017