Tech : Rust & Go
দুটো নতুন ল্যংগুয়েজ এই দশকে ময়দানে এসেছে। Google এর "Go" আর ফ্রি ওপেন সোর্স "Rust".
Go গারবেজ কালেকটেড। এটা PHP/Python/Ruby এর কম্পিটিটর। কম্পাইলড। এবং এই ধারাতে ভালোই করছে।
Rust এ কম্পাইলার বুঝে নেয় কোথায় কখন মেমোরি রিলিজ করতে হবে এবং সেইভাবে মেমরি মেনজ করে। গার্বেজ কালেকটেড না, আবার মেনুয়েলি মেমরি মেনেজ করতে হয় না। এটা C/C++ এর কম্পিটিটর। সিসটেমস প্রোগ্রামিংয়ে।
Go ইতিমধ্যে বাজারে স্থান নিয়ে নিয়েছে।
কিন্তু Rust যদিও হেভিলি হাইপড, এটা ট্রাইড এন্ড ট্রু না। আরো কিছু দিন মানুষ ব্যবহার করলে বুঝা যাবে এর সুবিধা-অসুবিধা।
#HabibTech