Post# 1497632863

16-Jun-2017 11:07 pm


Andromeda Galaxy. আমাদের সবচেয়ে কাছের গ্যলাক্সি।

যুগ যুগ ধরে মানুষ এন্ড্রমিডা দেখে আসছে। কিন্তু এটা যে এত দূরে এবং আমাদের গ্যলাক্সির বাইরে একটা ভিন্ন গ্যলাক্সি সেটা মানুষ বুঝে ১৯২০ সালের পরে। তখন পর্যন্ত বিজ্ঞানের বইগুলোতে একে নেবুলা, মানে কাছের কোনো গ্যাসের মেঘ হিসাবে ব্যখ্যা করা হতো।

বিশাল আরেক জগৎ, যার ডিটেলস আমরা খুব কম দেখতে পারি আমাদের টেলিস্কোপ দিয়ে।

#HabibAstro

16-Jun-2017 11:07 pm

Published
16-Jun-2017