Post# 1496877427

8-Jun-2017 5:17 am


মহাবিশ্বের ম্যপ।

মহাবিশ্বের গ্যলাক্সি-নেবুলা এর ডিসট্রিবিউশন smooth না। কোনো জায়গায় খুব ঘন আর কোনো জায়গায় প্রায় খালি।

ছবিতে আলোকিত জায়গাগুলো হলো সুপার ক্লাসটার আর কালো জায়গাগুলো খালি।

Bubble এর মত। এই bubble গুলো হলো মহাবিশ্বের সবচেয়ে বড় স্ট্রাকচার।

খালি মানে গ্যলাক্সির ডেনসিটি কম, একেবারে খালি না।

এরকম একটা খালি জায়গার মাঝে আমাদের গ্যলাক্সি মিলকিওয়ে অবস্থিত। সম্প্রতি খবরে প্রকাশ।

আমরা যে void এর মাঝে আছি সেটার ডায়ামিটার ২ বিলিয়ন [২,০০০,০০০,০০০] লাইটইয়ার।
তুলনার জন্য, মিলকিওয়ে হলো ১ লক্ষ [১০০,০০০] লাইটইয়ার ডায়া।
আর ভিজিব্যল ইউনিভার্স হলো ১০০ বিলিয়ন লাইটইয়ার ডায়া।

#HabibAstro

8-Jun-2017 5:17 am

Published
8-Jun-2017