Post# 1497614557

16-Jun-2017 6:02 pm


উথমানি আর দিল্লি প্রিন্টের দ্বিতীয় পার্থক্য।

নিচের আয়াত "আনতা" গুন্নাহ হবে, কিন্তু "মিনহা" গুন্নাহ হবে না।

উথমানি প্রিন্টে এটা বুঝা যায়।
নুন এর উপর যেখানে সাকিন দেয়া নেই সেখানে গুন্নাহ হবে।
সাকিন থাকলে নরমাল সাকিন দিয়ে পড়তে হবে।

কিন্তু দিল্লি প্রিন্টে উভয় জায়গায় সাকিন থাকে। একারনে নিয়ম জেনে বুঝে পার্থক্য করে পড়তে হয়।

যে কারনে উথমানী প্রিন্ট আমার কাছে সহজ লাগে।


দিল্লি প্রিন্ট।

16-Jun-2017 6:02 pm

Published
16-Jun-2017