Post# 1497599985

16-Jun-2017 1:59 pm


আজকে আসরের পর থেকে এতেকাফ আরম্ভ হবে।


আগে একবার বসে সবচেয়ে বড় সমস্যা যেটা দেখেছিলাম তা হলো এতেকাফকারীদের মাঝে এলাকার বিভিন্ন লোকদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে গিবতের চর্চা, যেটাতে পেসিভলি আমিও শামিল হয়ে যেতাম যেহেতু কানে যাচ্ছে।


কোনো কোনো মসজিদে সিসটেমেটিক এতেকাফ হয়। মিলিটারি স্টাইলে। কোনো এক বুজুর্গ ইন চার্জ থাকেন এবং সময় করে দেন এতটা থেকে ঘুম, এতটা থেকে তিলওয়াত, এর পর তালিম, বয়ান। সারা দিন ব্যস্ত রাখার জন্য। সে সকল মসজিদে প্রচুর লোক এতেকাফ করে।

তবে এটা আমার পছন্দ না। একা করার পক্ষে।


মক্কা মদিনায় তারাবি চলে ১১ টা পর্যন্ত। এর পর আবার রাত ১ টা থেকে তাহাজ্জুদ, চলে ৩টা পর্যন্ত। ফজরের ৩০-৪০ মিনিট আগে শেষ হয়। তাহাজ্জুদে ১০ রাকাতে ১ পারা তিলওয়াত করে।

ফজরের পর সবাই ঘুমায়। জোহর পর্যন্ত। জোহর হয় ১২টার দিকে।

এটা ভালো।


আগের পোষ্টগুলো/

এতেকাফ সংক্রান্ত কিছু ভুল ধারনা:
https://www.facebook.com/habib.dhaka/posts/10153715198083176

আনুভুতি কি?
https://www.facebook.com/habib.dhaka/posts/10153713265838176

এতেকাফে বসে ল্যপটপে প্রোগ্রামিং করা যাবে?
https://www.facebook.com/habib.dhaka/posts/10153694718743176

16-Jun-2017 1:59 pm

Published
16-Jun-2017