Post# 1497126078

11-Jun-2017 2:21 am


Sombrero Galaxy, আমার কাছে আকাশের সবচেয়ে বিস্ময়কর গ্যলাকসিগুলোর একটা। এর মাঝের অংশ প্রচন্ড আলোকিত, কিন্তু চারদিক কালো। যেন একটা রিং একে ঘিরে রেখেছে।

এই গ্যলাক্সির কোনো গ্রহে কি কোনো প্রানী থাকে?

জানা নেই। তবে দৃশ্যমান মহাবিশ্বে হয়তো আমরা একা।

এটা সৃষ্টি করেছেন আমাদের দেখার জন্য। কিন্তু যদি আমরা না দেখতে পারতাম? এর চারদিকের রিংয়ের জন্য?

এটা খুব আলোকিত গ্যলাক্সি। বহু আগেই এটা মানুষ দেখেছে। পাওয়ারফুল টেলিস্কোপ আবিষ্কার হবার আগেই। এবং এই দূরত্বের মাঝে এটাই সবচেয়ে আলোকিত গ্যলাক্সি।

এর কাছে গিয়ে তাকালে না জানি কেমন লাগবে। বিশাল এক গ্যলাক্সি, চারিদিকে যেন আল্লাহ তায়ালা দেয়াল দিয়ে রেখেছেন। মাঝে কত গ্রহ কত পৃথিবী কত মাটি।

অনেক ডিজাইন, অনেক নক্সা, অনেক পরিকল্পনা এর প্রতিটা পরতে পরতে। দূর থেকে আমরা আর কতটুকু দেখি।

আচ্ছা! এই এক গ্যলাক্সির প্রতিটা জিনিসের জন্য সোবহানাল্লাহ বলতে হলে কতবার বলতে হবে?

জানা নেই। তার পরও বললাম সোবহানাল্লাহ।

#HabibAstro

11-Jun-2017 2:21 am

Published
11-Jun-2017