Post# 1496766255

6-Jun-2017 10:24 pm


দুটো পোষ্ট সরিয়ে দিয়েছি।

"সালাফি মতে মহিলাদের স্বল্প দূরত্বে যেতে হলেও মাহরাম লাগবে" -- এই পোষ্টটা। যদিও islamqa এর ফতোয়ার টাইটেলে তাই বলা হয়েছে যেটা আমি বলেছি (স্বল্প দূরত্ব)। ভেতরে জিনিসটাকে অস্পষ্ট রাখা হয়েছে। "সফর বলতে যেখানে যা বুঝায়" এই রকম।

রেফারেন্সের জন্য ফতোয়াটা এখানে।
A woman should not travel except with a mahram, even if it is a short trip
https://islamqa.info/en/101520

দ্বিতীয়টা -- দান জায়গা মত না যাবার ব্যপারে। মুসলিমদের মাঝে দোষ থাকবে। কিন্তু সেগুলো দেখা বা হাইলাইট করা থেকে আমি বেচে থাকতে চাই।

জাজাকাল্লাহ।

6-Jun-2017 10:24 pm

Published
6-Jun-2017