১
"এক লোক জাকাতের টাকা কালেক্ট করছে, বললো উত্তর বঙ্গের গরিবদের দেবে। সেই টাকা উত্তর বংগে নিতে নিতে টাকা হারিয়ে ফেললো। আমার জাকাত আদায় হয়েছে? নাকি আবার দিতে হবে?"
: জানা নেই।
"অমুক আমার কাছ থেকে তার বিধবা খালার কথা বলে জাকাতের টাকা নিলো। পরে শুনি সে করাপ্ট। কি কি যুক্তিতে টাকাটা নিজে রেখে দিয়েছে। আমার জাকাত হয়েছে নাকি আবার দিতে হবে?"
: জানা নেই।
"মাদ্রাসার গোরাবা ফান্ডে জাকাতের টাকা দিয়েছি। বলেছে ওটা দিয়ে তারা সারা বছরের খরচ চালায়। ছয় মাস পর শুনি তহবিল তসরুফ হয়েছে। আগের কমিটি ভেঙ্গেছে, অনেক কিছু। আমার জাকাত কি আদায় হয়েছিলো? ছয় মাসে তারা কত টাকা ছাত্রদের খাইয়েছে?"
: জানা নেই।
"বিধবা সাহায্য চেয়েছে। জাকাতের টাকা দিয়েছি। দুই বছর পরে শুনি উনার স্বামি দশ-বিশ লাখ টাকা ব্যংকে রেখে গিয়েছেন। সেটার সুদ দিয়ে চালায়। কিন্তু টানা টানি আছে। দুই বছর আগে দেয়া জাকাত কি আমাকে আবার দিতে হবে?"
: জানা নেই।
"এতিম ছেলে দেখিয়ে বলেছে মাদ্রাসায় ভর্তির জন্য টাকা লাগবে। জাকাত দিয়েছি। পরে শুনি সেই ছেলে ফ্রি মাদ্রাসায় পড়ে। এবং টাকাটা নিজে রেখে দিয়েছেন, এই দাবিতে যে আগে ঐ ছেলের উপর উনি খরচ করেছিলেন, সেটা ফিল আপ করার জন্য। জাকাত আদায় হয়েছে?"
: জানা নেই।
২
উপরের সবগুলো প্রশ্ন আমার নিজের। উত্তরও আমার নিজের।
সমাধান হলো জাকাতের টাকা
একজনকে সাহায্য করার ইচ্ছায় তার অভিভাবককে দেবেন না। অভিভাবক গরিব হলে অভিভাবককে দেন।
মাদ্রাসার ছাত্র বা উস্তাদ গরিব হলে উনাদের ব্যক্তিগত ভাবে সরাসরি জাকাতের টাকা দিন। ফান্ডে না।
বিশাল ও নামকরা ও ইফতাহ তফসির পড়ায় এরকম মাদ্রাসার ফান্ডে দিতে পারেন। এরা বিশ্বস্ত।
ছোটগুলোতে সমস্যা বেশি। হালালা-টালালা নিয়ে কিছু বললাম না। কারন এগুলো শুনা কথা।
৩
কিন্তু মুসলিমদের দোষ আমি বেশি ধরছি।
এর পরও দিলাম PSA. পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট।
- Comments:
- জানা নেই।
- ২০ লক্ষ টাকা ব্যংকে থাকলে তাকে নিজেকে জাকাত দিতে হবে। অন্যের জাকাত নিতে পারবে না। এই সেন্সে বলেছি। এর সাথে সুদের সম্পর্ক নেই।
- সিরিয়াসলি উত্তরগুলো খুজলে নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেহেতু সিচুয়েশনগুলো কমন।