Post# 1497431745

14-Jun-2017 3:15 pm


প্রসংগ: "পাকিস্তান হলো সৌদিদের দাস"

প্রথমে ইরানি মিডিয়া Fars ছাপায় "ইয়েমেন যুদ্ধে সাহায্য না করার জন্য মিশর আর পাকিস্তানের উপর ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি বাদশাহ"

তারা যোগ করে: খবরটা আনভেরিফাইড। সত্য কিনা জানি না। এর উৎস ছোট কিছু অনলাইন পত্রিকা। কোন পত্রিকা? সেগুলোর নাম তারা দেয় না।

সেটাকে খবর করে ছাপায় সুদানের একটা আরবী পত্রিকা
https://arabi21.com/story/826345/

সুদানের পত্রিকার রেফারেন্স দিযে পাকিস্তানের Dawn এর এক সাংবাদিক tweet করে, উনি নিজে যোগ করেন "পাকিস্তান হলো সৌদির দাস"। এটা মূল খবরে নেই।

https://twitter.com/tanvirarain/status/873625251187499008/photo/1

এর পর ভারতের postcard.news নামে অনলাইন পত্রিকা এইসব ছাপিয়ে নিজেরা আরো যোগ করে: সৌদিরা পাকিস্তনিদের "হিন্দু-মুসলিম" হিসাবে দেখে, তারা মনে করে নিজেরাই শুধু প্রকৃত মুসলিম -- এরকম অনেক কথা। এগুলো সব ভারতীয় রিপোরটারের যোগ করা, খবরের ব্যখ্যা হিসাবে। সালমানের কথা হিসাবে না।

http://postcard.news/saudi-defence-minister-insults-pakistan-calls-slave-country/

শেষে বাংলাদেশের পত্রিকাগুলো উপরের সবগুলো কথা সালমানের নিজের কথা ধরে নিয়ে খবর ছাপায় "সালমান বলেছেন পাকিস্তানিরা হলো আমাদের কৃতদাস। এরা হিন্দু-মুসলিম। আমরাই হলাম প্রকৃত মুসলিম"

http://www.jugantor.com/online/international/2017/06/13/49475/

ট্যাগ: যেভাবে খবর তৈরি হয় -- ছড়ায় -- আমাদের মিডিয়াতে যে ভাবে ছাপায় -- আর আমরা যা বুঝি।

14-Jun-2017 3:15 pm

Published
14-Jun-2017