১
ব্যক্তিগত ভাবে আমি কোনো মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষন করি না। বা তাকে ঘৃনা করি না।
তার ভালো কাজগুলোর জন্য তাকে আমি ভালোবাসি। সে কালিমার সাক্ষ্য দেয়, আল্লাহর ইবাদত করে এবং অন্যকেও এর উপর আনার চেষ্টা করে।
এর পর তার মাঝে যদি পথচ্যুতি বা ভুল দেখি, তবে তার খারাপ কাজকে অপছন্দ করি, তাকে না।
কেউ যদি আমার সামনে তাকে বা তার দলকে গালি দেয় তবে আমি তাকে ডিফেন্ড করবো, তার আইডলজি আমার থেকে যত ভিন্ন হোক না কেন।
২
তবে যারা আমাকে কাফেরদের কাতারে ফেলে দেয়, তাদের সাথে অতি বিনয় দেখাই না। এরকম দেখেছি বিদেশে গিয়ে শিয়াদের মাঝে, আর এদেশে ছুন্নি-জামাতের মাঝে।
৩
আল্লাহ তায়ালা আমার অন্তরকে অন্য মুসলিমদের প্রতি বিদ্বেষ বা ঘৃনা আসা থেকে হিফাজত করুন।
- Comments:
- হযরত Tanvir Raj কি এবার হজ্জের যাচ্ছেন নাকি?