: ভাই না আংকেল?
: রুল অফ থাম্ব হলো, বয়সে পার্থক্য ২৫ বছরের বেশি হয় তবে আংকেল। এর কম হলে ভাই।
: তাহলে আপনি আমার আংকেল নাকি ভাই?
: আমার বয়স ৪৭। আপনার যদি ২২ এর কম হয় তবে আমি আপনার আংকেল। এর বেশি হলে ভাই।
: আরো সহজ কিছু?
: আপনার জন্ম যদি ১৯৯৫ সালের আগে হয় তবে আমি আপনার ভাই। এর পরে হলে আংকেল।
- Comments:
- FAQ:
Q. এই রুল কই পাইলেন?
এর জন্য তো আরেক স্টেটাসে ব্যখ্যা দিতে হবে ভাই [বা ভাতিজা, whatever]Q. এই রকম বানোয়াট কথা বলে আর কত আপনি আমাদের বিভ্রান্ত করবেন?
হুপস :-) - সন্দেহ করছেন কেন? :-)
- FAQ টা লিখা অবস্থায় আপনি FAQ এর প্রথম প্রশ্ন করে বসেছেন।