Post# 1497341401

13-Jun-2017 2:10 pm


প্রসংগ: ফিতরা।

কোনো এক বছর,
দুই কেজি চাল দিলাম ফিতরা হিসাবে।

কাজের লোক এসে বলে, সেই চাল ফকির বিক্রি করে দিয়েছে দোকানে।

কত রেটে? আমি যে দামে কিনেছি তার অর্ধেক দামে। এবং দোকানদার ফকিরদের থেকে কেনা সব চাল মিশিয়ে রাখছে এক বস্তায়।


সৌদিতে ফিতরার তিন কেজি চালের কাপড়ের সিলাই করা ব্যগ বিক্রি করে। আরবরা এক ব্যগ কিনে একজনকে দিয়ে দেয় ফিতরা হিসাব। শায়েখ মতিয়ুর রহমান মাদানীর লেকচারে শুনেছি।

পরে ফেসবুকে পড়লাম এক ভাই লিখেছেন, ফকির দাড়িয়ে থাকে। ব্যগ পেলে দোকানে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে নেয়। দোকানদার ব্যগটা আরেক ফিতরা দাতার কাছে বিক্রি করে। cycle চলতে থাকে।


মিডেলম্যনদের প্রফিট দিতে না চাইলে, ফিতরা টাকা দিয়ে আদায় করার পক্ষে দলিল পাবেন এখানে।
https://www.facebook.com/habib.dhaka/posts/10152975749233176

    Comments:
  • আপনাদের ইফতারি প্যকেজের মত কোনো ফিতরা প্যকেজ আছে? ঈদের আগে পৌছাতে হলে কত দিনের মাঝে কিনতে হবে?

13-Jun-2017 2:10 pm

Published
13-Jun-2017