আবূ যার (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেন, আল্লাহ তা'আলা বলেন,
যে ব্যক্তি একটি নেক কাজ করবে তার জন্য দশগুন; বরং আরও বেশি দেব।
যে একটি মন্দ কাজ করবে তার ফল সেই কাজের সমান, বরং ক্ষমা করে দেব।
যে আমার কাছে অর্ধ হাত এগিয়ে আসে, আমি তার কাছে একহাত এগিয়ে আসি।
যে একহাত আসে, তার কাছে দুই হাত আসি।
যে আমার কাছে হেটে আসে, আমি তার কাছে ছুটে আসি।
যে আমার সাথে সাক্ষাত করবে পৃথিবী সমান গুনাহ নিয়ে, কিন্তু শিরক করেনি,
আমি তার সাথে পৃথিবী সমান ক্ষমা নিয়ে দেখা করি।
[ সহীহ মুসলিম - ৬৫৮৯ ]
আরবী:
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَأَزِيدُ وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَجَزَاؤُهُ سَيِّئَةٌ مِثْلُهَا أَوْ أَغْفِرُ وَمَنْ تَقَرَّبَ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَمَنْ تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وَمَنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً وَمَنْ لَقِيَنِي بِقُرَابِ الأَرْضِ خَطِيئَةً لاَ يُشْرِكُ بِي شَيْئًا لَقِيتُهُ بِمِثْلِهَا مَغْفِرَةً " . قَالَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا وَكِيعٌ بِهَذَا الْحَدِيثِ