Post# 1497521028

15-Jun-2017 4:03 pm


মাজহাবগত পার্থক্য - ২০ : মেয়েদের মসজিদে যাওয়া ও তারাবী ইতেকাফ প্রসংগে


তারাবীর নামাজ বা মসজিদে জামাত পড়ার ব্যপারে

সালাফি: মেয়েদের মসজিদে যাওয়া নিষেধ নেই,
https://islamqa.info/en/983
কিন্তু গেলেও ছেলেদের মত সোয়াব পাবে না।
https://islamqa.info/en/122393

হানাফি:
মেয়েদের মসজিদে যাওয়া মাকরুহ।
http://ahlehaqmedia.com/5149/

এবং ঘরে তারাবীর জামাত করার থেকে বরং একাকি পড়লে বেশী সোয়াব
https://habibur.com/fatwa/4903/


ইতেকাফ:

হানাফি: মেয়েরা নিজের বাসায় ইতেকাফ করবে। নিয়মগুলো যে কোনো মাসলার বইয়ে বা নেটে সার্চ করলে পাবেন।

সালাফি: মেয়েরা মসজিদে ইতেকাফ করবে।
https://islamqa.info/en/37698


ঈদের নামাজ:

হানাফি: মেয়েরা ঈদের জামাতে যাবে না। যাওয়া মাকরুহ।
http://ahlehaqmedia.com/5149/

সালাফি: মেয়েরাও যাবে, এটা সুন্নাহ।
https://islamqa.info/en/26983

#HabibDiff

    Comments:
  • হানাফি: বুঝিয়েছি দেওবন্দি আলেমদের মত।
    সালাফি: বুঝিয়েছি সৌদি সরকারি মত।
    পক্ষে বা বিপক্ষে দলিল দেয়া এই সিরিজের উদ্যেশ্য না। শুধু শেষ কংক্লুশনটা জানিয়ে দেয়া।
    ফিকাহগুলোর অধিকাংশ আলেমের মত যদি আমি যা লিখেছি সেটা থেকে ভিন্ন হয় জানিয়ে দিলে ঠিক করে দেবো, ইনশাল্লাহ।
  • FAQ:

    "হানাফি বলতে তো শুধু দেওবন্দি বুঝায় না।"
    ছোট-বড় সব মত কভার করা আমার উদ্যশ্য না। তাই শুধু দেওবন্দি মত নিয়েছি এবং স্পষ্ট করে বলে দিয়েছি কার মত।

    "সৌদির সাথে "সরকারী" কথা লাগাচ্ছেন কেন?"
    সরকারি কথাটা আমার কাছে derogatory কোনো টার্ম না। বরং এটা দিয়ে আমি authenticity বুঝি। অনেকের আইডিয়া ভিন্ন, তাদের সাথে আমি দ্বিমত পোষন করি।

    "তাহলে বেসরকারী আবার কোনটা? /sarcastic."
    সালাফি মতধারার যারা সৌদি সরকারের বিরোধি এবং বিভিন্ন জায়গায় সরকার বিরোধি আন্দোলন করছে তারা বেসরকারী। তাদের মত আর সৌদি সরকারী মতে ক্রিটিকেল জায়গায় পার্থক্য আছে। :-)

  • ঢাকাতে আশে পাশে গরিব বলতে যারা আছে তাদেরও কিন্তু সারা বছর ২০-৩০ হাজার টাকা ক্যশ থাকে। এজন্য আমি যারা ঋনে পড়ে গিয়েছে তাদের দেবার চেষ্টা করি।

15-Jun-2017 4:03 pm

Published
15-Jun-2017