Post# 1497548923

15-Jun-2017 11:48 pm



কাতার ১২ বিলিয়ন ডলারে F15 ফাইটার কিনছে মাত্র ৩৬ পিস। প্রতিটা ৩০০ মিলিয়ন ডলারে।

আমেরিকান সরকার এগুলো কিনে ৩০ মিলিয়ন ডলারে।

কাতার এখন ১০ গুন বেশি দাম দিয়ে কিনছে। ট্রাম্প টুইট করছে "মধ্যপ্রাচ্যের টাকা আমি ফেরত আনছি"


এর থেকে ভালো হতো যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো এই খরচ দিয়ে একটা ফাইটারের কারখানা তৈরি করে ফেলতো। প্রথমে টেকনোলজি একোয়ার করতে হয়তো খরচ পড়ে। কিন্তু একবার টেকনলজি পেয়ে গেলে ফাইটারগুলো প্রায় ফ্রি, যত সংখ্যক চায়।

তবে এখন দেরি হয়ে গিয়েছে, সময় নেই। কিনা ছাড়া উপায় নেই।


মনে পড়ে, পড়ছিলাম হালাকু খান যখন বাগদাদ দখল করে নেয় তখন বাগদাদের আমিরকে বন্ধি করে বলে
: তোমার স্বর্ন সম্পদ কোথায়?

চাপের মুখে সে মাটির নিচ থেকে সব বের করে দেয়।
হালাকু খান তাকে বলে,
: আমি হলে এই সম্পদ মাটির নিচে না রেখে এটা দিয়ে শহরে একটা শক্ত গেট তৈরি করতাম।


একটা শক্ত সেনাবাহিনী থাকলে অধিকাংশ সময়ে যুদ্ধ করতে হয় না।
শত্রুরা ভয়ে আক্রমন করে না।

    Comments:
  • meta (adj.) referring to itself or to the conventions of its genre; self-referential.
  • আপনার অরিজিনাল স্টেটাস কয়জনের মাথার উপরে দিয়ে গেছে সেটা চিন্তা করেন না?

15-Jun-2017 11:48 pm

Published
15-Jun-2017