: আকাশে তাকালে বিশাল মহাবিশ্ব। দিক থেকে দিগন্তে। গ্যলাক্সির পর গ্যলাক্সি। কিন্তু মানুষ শুধু এই পৃথিবীর বুকেই আছে। তাহলে এত বিশাল মহাবিশ্ব কি আল্লাহ তায়ালা শূন্য রেখেছেন?
: জানা নেই।
: আচ্ছা, সাত আসমান বলতে কি বুঝায়? দৃশ্যমান সবকিছু যদি প্রথম আসমানে হয়, তবে এর পরের আসমানটা কেমন? তার পরের? তার পরের?
: জানা নেই।
: নাকি সোলার সিসটেম, গ্যলাক্সি, ক্লাস্টার -- একেকটা ধাপ একেকটা আসমান? "আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা?" -- তোমরা কি দেখনা আল্লাহ তায়ালা কি করে স্তরে স্তরে সাত আসমান সৃষ্টি করেছেন? সাত আসমানই কি তাহলে আমরা দেখতে পারি?
: জানা নেই।
: গ্যলাক্সিগুলো দেখেছেন? হরেক রকম? একেকটায় কোটি কোটি তারা। প্রতি তারার চারদিকে গ্রহ। সব সৃষ্টি করেছেন আকাশের সৌন্দের্যের জন্য। আমরা দেখে যেন বলি সুবহানাল্লাহ, শুধু এর জন্য?
: ঠিক। আরো কোনো কারন আছে কিনা জানি না।
: শুধু সৌন্দের্যের জন্য যে আল্লাহ এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন, উনার সাথে সাক্ষাৎ করবো? কত বিশাল উনার সবকিছু, কেমন হবে সে সাক্ষাৎ?
: জানা নেই। তবে কোরআন পড়তে থাকলে জানতে পারবে।
: সুবহানাল্লাহ।
#HabibAstro