এক্সট্রিমিজমের বিপক্ষে - ২ : তারা মুসলিমদের মূলধারা না।
১
এই দেশের অধিকাংশ উলামা তাদের বিরুদ্ধে।
হানাফি-দেওবন্দি আলেমগন তাদের বিরুদ্ধে প্রথম থেকেই।
সালাফি-আহলে হাদিস আলেমগনও তাদের থেকে নিজেদেরকে মুক্ত ঘোষনা করেছেন।
এবং এগুলো ফান্ডামেন্টাল এবং আইডলজিক্যল পার্থক্য। "জিনিস ঠিক কিন্তু এক্সিকিউশন খারাপ" -- এই সেন্সে না।
২
একটা দল মূলধারার সংগে আছে নাকি বিপক্ষে, সেটা বুঝার সহজ উপায় হলো তাদের কথা ফলো করা। যদি দেখেন তারা বলছে,
"মুসলিমদের মূলধারা ভুলের উপর আছে"
"কোরআন হাদিসেই বলা আছে মূলধারা ভুলের উপর থাকবে"
"মূলধারা বলতে সংখ্যাগরিষ্ঠ না বরং যেটাই সঠিক সেটা বুঝায়"
-- এ ধরনের কথা। তবে এটা তাদের স্বিকারোক্তি যে তারা নিজেরা মূলধারা না। এবং মুসলিমদের মূলধারাকে তারা ভ্রান্ত মনে করে।
এ যুক্তিগুলো তাদের কাছে প্রায়ই শুনতে পাবেন।
৩
তাদের উপরের যুক্তিগুলো ঠিক না ভুল সেই ব্যখ্যায় এখানে যাচ্ছি না।
এতটুকু বুঝলে যথেষ্ট যে তারা মূলধারার বাইরে মুসলিমদের একটা ক্ষুদ্র দল।
#HabibExtremism
- Comments:
- সকল edge case cover করা আমার উদ্দ্যেশ্য না।
সকল exception এর ব্যখ্যা দেয়াও আমার উদ্দ্যেশ্য না।যতটুকু লিখেছি ততটুকুর মাঝে মুল থিমটা রিয়েলাইজ করতে পারার কথা।
হলে হলো না হলে বিপরতি পথে গেলো।There is no point in splitting hair.
Don't miss the forest because of the trees.