Post# 1496572023

4-Jun-2017 4:27 pm


নিজের ব্যপারে:

মাসলা মাসায়েল ফিকাহর ব্যপারে আমি হানাফি/দেওবন্দি মত অনুসরন করি।

এখানে নিউট্রাল অবস্থান নেই না। বা কোরআন হাদিস পড়ে নিজে নিজে নতুন কোনো সমাধান বের করার চেষ্টা করি না।

অন্যান্য মাজহাব-মানহাজের থেকেও আগ্রহের সাথে শিখি। কিন্তু যেখানে দ্বিমত আছে সেখানে হানাফি/দেওবন্দি মত অনুসরন করি।

এটা তকলিদ বা অন্ধ অনুসরন।

যেসব ক্ষেত্রে প্রচন্ড বিরোধিতা দেখি [মূলত সালাফিদের থেকে] সেখানে নিজে কোরআন হাদিস ঘেটে দেখি আসলে বিষয় কি।

যে আট-দশটা ইশু এরকম দেখেছি সবগুলোতে পেয়েছি যে হানাফি পজিশনও ঠিক আছে। ভুল নেই।

    Comments:
  • Moses (as.) was perfectly right. But for some reason I feel this one isn't. Anyway I am with the scholars on this matter, whatever the majority of them rules on.

4-Jun-2017 4:27 pm

Published
4-Jun-2017