Post# 1496394436

2-Jun-2017 3:07 pm



জু্ম্মার আজান সৌদিতে এখন দুটো হয়। হারামাইনে।

প্রথম আজান হয় জোহরের ওয়াক্তে আরম্ভ হবার ৩০ মিনিট আগে।
দ্বিতীয় আজান: ওয়াক্ত হবার সাথে সাথে।

দ্বিতীয় আজান দিয়েই খুতবা আরম্ভ হয়।


কিছু আলেম বলেন --"লা ইলাহা ইল্লাল্লাহ" কালেমার এর সাথে "মুহাম্মদ রাসুলুল্লাহ" নেই। ইউটুবে তাদের ভিডিও আছে। ফেসবুকে কিছুদিন আগে একটা ছবি সার্কুলেশন হয়েছিলো যেখানে কোনো এক মসজিদে কালেমার দ্বিতীয় অংশটা কাগজ দিয়ে ঢেকে দেয়া হয়েছে।

একই ভাবে মসজিদের দেয়ালে "আল্লাহু" ও "মুহাম্মদ" ﷺ এর নাম পাশা পাশি লিখা নিয়েও উনারা আপত্তি করেন। তাদের মতে একই লেভেলে দুটো না লিখে আল্লাহু উপরে লিখতে হবে। যেমন কিনা রাসুলুল্লাহ ﷺ এর আংটি মুবারকে লিখা ছিলো।


মদিনাতে মসজিদে নববীর ঝাড়বাতির প্রতিটার গায়ে লিখা আছে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" সম্পূর্ন।

এবং এর দেয়ালে "আল্লাহ" এবং "মুহাম্মদ ﷺ" পাশা পাশি লিখা আছে। একই লেভেলে।

এটা প্রমান করে যে ঐ দাবিগুলো সৌদি সরকারী আলেমদের মত না।

#HabibSees

2-Jun-2017 3:07 pm

Published
2-Jun-2017