Post# 1496479918

3-Jun-2017 2:51 pm



ছোটবেলায় যখন মসজিদে যেতাম, রমজানে, যে কোনো ওয়াক্তে, মসজিদ ভরা লোক থাকতো, অধিকাংশ মুরুব্বি, কোরআন তিলওয়াত করছে। প্রথম কাতারের প্রায় সবাই তিলওয়াতে। জামাতের সময় হয়ে গেলে সবাই বন্ধ করে নামাজে দাড়াতো। ৮০র দিকে।

এটা এখন আর দেখা যায় না। মসজিদে কেউ তিলওয়াত করে না। তবলিগ ওয়ালা দুই একটা ছেলে কদাচিৎ হয়তো।


ঐ সময়ের যারা মুরুব্বি ছিলো তারা স্কুলে যায় নি। মক্তবে পড়া লিখা করেছে। বাংলা শেখার আগে আরবী শিখতো। বাংলা পড়তে না পারলেও সবাই কোরআন পড়তে পারতো।

এর পরের জেনারেশন শুধু স্কুলে পড়েছে। মক্তব ছিলো এক্সট্রা। তারা কোরআন পড়তে পারে না। মাস ব্যপি বয়স্ক কোর্স নেবার পরও।


ঐ সময়ে হাফেজ ছিলো কম। কিন্তু তিলওয়াত কারী ছিলো অনেক।

এখন অর্থ বুঝার দিকে জোর বেশি। বাংলা অনুবাদ সবাই পড়তে পারে। আরবীটা ঠিক মত পারে না।

#HabibTrend

    Comments:
  • Relevant/
    https://www.facebook.com/habib.dhaka/posts/10151051377228176

3-Jun-2017 2:51 pm

Published
3-Jun-2017