Post# 1497087567

10-Jun-2017 3:39 pm


রমজান:
من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
যে ঈমানের সাথে সোয়াবের আশায় রমজানে রোজা রাখবে তার পূর্বের গুনাহ মাফ করা হবে।

من قام رمضان إيمانًا واحتسابًا، غُفر له ما تقدم من ذنبه

যে ঈমানের সাথে সোয়াবের আশায় রমজানে দাড়াবে তার পূর্বের গুনাহ মাফ করা হবে।

ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه

যে ঈমানের সাথে সোয়াবের আশায় কদরের রাতে দাড়াবে রাখবে তার পূর্বের গুনাহ মাফ করা হবে।

সবগুলো হাদিস, কিন্তু ভিন্ন ভিন্ন হাদিস।

দ্বিতীয়টা দিয়ে তারাবীর গুরুত্ব প্রামান করা হয়।

ইংরেজিতে:
https://islamqa.info/en/ref/islamqapages/46
আরবীতে:
https://islamqa.info/ar/ref/islamqapages/46

10-Jun-2017 3:39 pm

Published
10-Jun-2017