আকিদা:
১
"আকিদার ক্ষেত্রে তকলিদ নেই।"
এটা মুফতি ইজহার সাহেব বলেছেন। তাকি উসমানি সাহেবের রেফারেন্স। এবং আরো অন্যরাও বলেছেন।
মানলাম।
এর অর্থ বুঝলাম, কোরআন হাদিস পড়ে আকিদাগত ব্যপারে আমি যা বুঝি সেটাই আমাকে বিশ্বাস করতে হবে। আরেকজন কি বুঝলো সেটা আমি অনুসরন করলে আমার তকলিদ হয়ে যাবে।
ঠিক? কে জানে!
২
আকিদাগত ব্যপারগুলো নিয়ে আমি অত বেশি উদ্বিগ্ন না, যত বেশি কিছুদের দেখি।
আমার স্ট্রেটেজি হলো এই ব্যপারে বিতর্কিত কিছু না বলে চুপ থাকা। এবং আকিদাগত ব্যপারে যে কুফরি ফতোয়াগুলো প্রচলিত আছে সেগুলো জেনে ঐগুলো থেকে নিজেকে বাচিয়ে রাখার চেষ্টা করা।
৩
সুক্ষাতি সুক্ষ্ম বিষয়ে তর্ক বাড়িয়ে লাভ নেই। সময়ের সাথে সাথে পুরাতন সুক্ষ্ম বিষয়গুলো মুছে যায়। নতুন কোনো সুক্ষ্ম বিষয় আসে। এক্সপেরিয়েন্সড।
তবে স্থুল বিষয়গুলো অপরিবর্তিত রয়ে যায়। যুগ যুগ ধরে।
এটা ঠিক থাকলেই হলো।
#HabibFeels