Post# 1498501586

27-Jun-2017 12:26 am



এতদিন পর্যন্ত সব কিছু অনেকটা নিউট্রাল টোনে লিখার চেষ্টা করেছি। নিজে যেটাই সঠিক বলে বিশ্বাস করি না কেন। কোনো পক্ষ না নিয়ে।

কিন্তু এটা আমার কাছে অনেকটা মিথ্যার মত মনে হচ্ছে। নিজের অবস্থানও পরিস্কার করা দরকার। যেন যারা সিমিলার মাইন্ডস আছেন তারা যেন এর সাথে আইডেন্টিফাই করতে পারেন।

এতদিন এটা করতাম না বাজে তর্ক ও মুসলিম ভাইদের সাথে ঝগড়া বিবাদ শত্রুতা এড়ানোর জন্য। কিন্তু ফেসবুকের কমেন্ট বন্ধ করে রাখার পর প্রশ্ন-তর্ক অনেক কমে এসেছে। তাই সাহস করে নেক্সট স্টেপে যাবার প্লেন করছি।


ছয় মাস আগে প্লেন করেছিলাম মাজহাবগত পার্থক্যের উপর একটা সিরিজ লিখবো। ২০টা পোষ্টে এর আধিকাংশ টপিক যা আমার জানা আছে কভার করে এনেছি। এবং সেই সিরিজটা নিউট্রালি লিখার চেষ্টা করেছি যতটুকু সম্ভব।


এখন প্লেন দুটো নতুন সিরিজের।
টাইটেলস:
টপিক ১: "হানাফি মাজহাবের পক্ষে।"
টপিক ২: "এক্সট্রিমিজমের বিপক্ষে।"

এগুলো খুবই অপিনিয়ন্ড হবে, as said earlier. কিন্তু এর পরও যারা কনফিউশনে আছেন তারা এর মাঝে কিছু ডিরেকশন এবং পসিবিলিটি খুজে পাবেন।

এর মাঝে যদি খায়ের থাকে তবে যেন আল্লাহ বরকত দেন।
নচেৎ যেন এখানেই বন্ধ করে দেন।
আমিন।

27-Jun-2017 12:26 am

Published
27-Jun-2017