এ দেশে শীতের রাতে আকাশে কোনো মেঘ থাকে না।
ধরি কোনো দিন আকাশে চাদও নেই।
এর পরও শহরের লাইটের আলোর কারনে আকাশে তেমন কিছু দেখা যাবে না।
যেতে হবে গ্রামে। খোলা আকাশর নিচে।
উপরে তাকালে আকাশে আলোকিত সাদা একটা মেঘ দেখা যাবে।
আকাশের প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে।
এটা আমাদের ছায়াপথ, মিল্কিওয়ে। আমাদের গ্যলাক্সি।
কোটি কোটি তারার আলো মিলে মেঘের মত দেখা যায়।
#HabibAstro
- Comments:
- না। এগুলো বরং প্রোফেশনালদের তোলা, বিখ্যাত ছবি।
- indonesia.