Post# 1496732120

6-Jun-2017 12:55 pm


মাজহাবগত পার্থক্য - ২০

মহিলাদের ঘরের বাইরে যাওয়া

হানাফি: পর্দা করে মহিলারা একা ঘরের বাইরে যেতে পারবে। তবে ৮০ কিলোমিটারের বেশি দূরত্বে গেলে এটা সফর এবং তখন সংগে মাহরাম থাকতে হবে। মাহরাম মানে: ভাই, স্বামি, পিতা, ছেলে এধরনের।

সালাফি: যে কোনো জায়গায় যেতে হলে মাহরাম লাগবে। অল্প দূরত্বে গেলেও।
https://islamqa.info/en/101520

হানাফিদের ব্যপারে রেফারেন্স দেই না, কারন এগুলো সবাই জানে, দ্বিমত নেই, এবং যুগ যুগ ধরে একই কথা সব আলেমদের থেকে শুনে আসছি। আলেমদের থেকে রেফারেন্স পাবেন।

#HabibDiff

    Comments:
  • ইনবক্সে প্রাপ্ত প্রশ্নের জন্য এটা পোষ্ট করলাম। অন্য কোনো উদ্যেশ্য নেই।

6-Jun-2017 12:55 pm

Published
6-Jun-2017