আমাদের গ্যলাক্সিতে কিছু জায়গা আছে সেখানে তারার সংখ্যা আমাদের এই এখানকার থেকে অনেক বেশি।
সেখানে কোনো গ্রহ থেকে আকাশে তাকালে দেখা যাবে আকাশ বিশাল তারায় ভরা। আলোক সজ্জার মত।
পৃথিবীর তারকার থেকে অনেক বেশি উজ্জল অসংখ্যা তারা পুরো আকাশ ঢেকে রেখেছে।
এরকম একটা এলাকা: NGC 3603
সৃষ্টির খুব কম এলাকাই আমরা দেখেছি।
#HabibAstro