Post# 1496999503

9-Jun-2017 3:11 pm


মধ্যপ্রাচ্যের দেশগুলো মাঝে কাতার আমার খুব পছন্দের ছিলো। পছন্দ অপছন্দের বিষয়টা কোনো দেশে গেলে বুঝা যায়। The vibe in the air.

ফাহাদের সময় সৌদিতেও এরকম ভালো অনুভুতি হতো। পরবর্তি বাদশাহদের মেজাজ মর্জির রিফ্লেকশন জনগনের মাঝে দেখা যায়। You can feel it. বাদশাহ কঠোর হলে জনগনও হয়।

কাতারের আমির নতুন ক্ষমতায় এসেছেন ২০১৩ সালে। ইয়ং, বয়স এখনো ৩০ এর কোঠায়।

ইয়ং দেখে ফাইটিং স্পিরিটে আছেন। কমপ্রমাইজ করবেন না। এটা ভালো।

তবে ভালো লোকদের আল্লাহ তায়ালা খুব বেশি দিন দুনিয়াতে শান্তিতে রাখেন না। পরিক্ষায় ফেলেন।

নিচের ছবিটা কাতারের। আল্লাহ তায়ালা তাদের জীবনকে সহজ করুন।

9-Jun-2017 3:11 pm

Published
9-Jun-2017