ঈদের দিনে,
১
জুম্মা বা অন্যান্য নামাজের সময় এটা না করলেও ঈদের দিন ঈদগাহে যাবার সময় যাবার সময় রাসুলুল্লাহ ﷺ যে রাস্তা দিয়ে যেতেন, ফিরার সময়ে অন্য রাস্তা দিয়ে ফিরতেন।
প্লাস, অন্যান্য নামাজ হতো মসজিদে যেটা রাসুলুল্লাহ ﷺ এর বাসার পাশে। কিন্তু ঈদের নামাজ মসজিদে আদায় না করে উনি শহরের বাইরে মাঠে আদায় করতেন।
২
وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
এটা সুরা বাকারার আয়াতের শেষ অংশ, যেটাতে রোজা ফরজ হবার কথা বলার শেষে, আল্লাহ তায়ালা বলছেন,
"... যেন তোমরা সব রোজা পূর্ন করতে পারো, এবং এই কারনে আল্লাহু আকবার বলো যে আল্লাহ তোমাদের হিদায়াত দিয়েছেন, এবং এর শুকরিয়া আদায় করো।"
এর থেকে ঈদের দিন সকালে নামাজ পড়তে যাবার সময় আমরা বলি
"আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু।
আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।"
৩
মশহুর হাদিস,
হযরত জাবের রাঃ থেকে বর্ণিত রসুল সঃ এরশাদ করেন ঈদুল ফিতরের দিন ফেরেস্তারা রাস্তার অলিতে গলিতে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে,
হে মানুষ আজ তোমাদের রবের পক্ষ থেকে পুরষ্কার দেয়া হবে।
পুরষ্কার নিতে তোমরা ভোরে ঘুম থেকে উঠ।
তোমরা রোজা রেখেছো এবং আল্লাহর আনুগত্য করেছো।
তাই আজ তোমাদের রবের থেকে পুরষ্কার নিয়ে যাও।
যখন ঈদের নামাজ শেষ হয় তখন ফেরেস্তারা বলে,
আল্লাহ তায়ালা তোমাদের ক্ষমা করে দিয়েছেন।
তোমরা ঘরে ফিরে যাও