Post# 1497610207

16-Jun-2017 4:50 pm


আরব দেশে প্রচলিত উথমানি প্রিন্ট আর এই উপমহাদেশে প্রচলিত দিল্লি প্রিন্ট কোরআন শরিফের মাঝে কিছু পার্থক্য।

নিচের আয়াতে "মারাদুন" এ গুন্নাহ হবে "আদাবুন" এ গুন্নাহ হবে না।

উথমানী প্রিন্টে একারনে ডাবল-পেশ দুই জায়গায় দুই রকম করে লিখা আছে। লক্ষ্য করে বুঝতে পারবেন। এর পর সব জায়গায় এটা দেখে বুঝতে পারবেন কোথায় গুন্নাহ হবে বা হবে না।

দিল্লি প্রিন্টে এরকম কোনো পার্থক্য নেই। তাই এদগাম-এখফা এর হরফের লিষ্ট মুখস্ত করে খেয়াল করে পড়তে হবে।

এজন্য আমার কাছে উথমানী প্রিন্ট থেকে পড়া সহজ মনে হয়।

আরো কয়েকটা পার্থক্য পরে দেখাবো ইনশাল্লাহ।


দিল্লি প্রিন্ট


উথমানী প্রিন্ট

16-Jun-2017 4:50 pm

Published
16-Jun-2017