Post# 1496509819

3-Jun-2017 11:10 pm



আজকের খবর: বিটিভিতে আজ নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে মাগরিবের আজান! ৬টা ৪৬ এর পরিবর্তে আজান প্রচার করে ৬টা ৩৫ মিনিটে।

এ ব্যাপারে আজ শনিবার সন্ধ্যায় বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদের সঙ্গে যোগাযোগ করা হয়। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘১১ মিনিট নয়, ৭ কিংবা ৮ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করা হয়েছে। চট্টগ্রামের আজানের সঙ্গে ঢাকার আজানের সময়সূচি গুলিয়ে ফেলা হয়েছিল।

http://www.channelionline.com/বিটিভিতে-আজ-নির্ধারিত-সম/


আমি বাসায় কম্পিউটারে শেডিউলার [প্রকতপক্ষে unix এর crontab] দিয়ে সময় হলে স্পিকার জোরে আজান বাজিয়ে ইফতার করি সবাইকে নিয়ে। চিন্তা ছিলো বিটিভি বাদ দিয়ে এই যে অটোমেটিক চালাচ্ছি এটা উচিৎ হচ্ছে কিনা?

আজকে এই খবর পড়ে কিছুটা আস্বস্ত হলাম, না নিজের রাস্তা নিজে মাপা ভালো :-)


মাঝে অনেক বছর মোবাইলের এফএম চালাতাম। কিন্তু এগুলো ইফতারির আগে গান-বাজনা-এডভারটাইজমেন্ট এমন ভাবে চালাতে থাকে, পরিবেশ নষ্ট হয়ে যায়।

আগের রেডিও-বাংলাদেশ সে তুলনায় অনেক ভালো ছিলো। ইফতারির আগে শুধু কোরআন তিলওয়াত। গজল-গান সব ইফতারির পরে। কিন্তু এফএমে রেডিও-বাংলাদেশ আসে না। এবং বাংগালি কারো কাছে এখন পুরানো এএম রেডিও নেই।

    Comments:
  • প্রতিদিন রাতে আরেকটা cron job ঐ দিনের সময়গুলো হিসাব করে এন্ট্রি দিয়ে দেয়।

3-Jun-2017 11:10 pm

Published
3-Jun-2017