Post# 1496271453

1-Jun-2017 4:57 am


রোজা/জাকাত এগুলো নিয়ে মানুষের হাজার প্রশ্ন।

আমরা কমন উত্তর দেই "আলেমকে জিজ্ঞাসা করো।"

কিন্তু রিয়ালিটি হলো আমার কাধের উপর বসে প্রতি ক্ষনে ক্ষনে প্রশ্নের উত্তর দেবার জন্য যদি কোনো আলমে না পাওয়া যায়, তবে আমাকে প্রশ্ন নিয়ে আটকে বসে থাকতে হবে।

একারনে বেস্ট হলো মাসলার একটা বই পড়ে নেয়া। হানাফি মাজহাব অনুসারীদের জন্য বহু বছর ধরে চলে আসছে আশরাফ আলীর "বেহেস্তি জেওর"। এর অসংখ্য বাংলা অনুবাদ বাজারে পাওয়া যায়। একটা কিনে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে প্রায় সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

আরো জ্ঞানি গুনী মানুষের জন্য হিদায়া, ফতোয়ায়ে আলমগিরি এই বইগুলো বাংলায় পাওয়া যায়। কিনে পড়ে নিতে পারেন।

এগুলো হানাফিদের জন্য।

এর পরও প্রশ্ন থাকলে গুগুল করেন। বাংলা বা ইংরেজি বা আরবীতে প্রশ্নটা লিখে গুগুল সার্চ দিন। কোনো ফতোয়ার সাইটে উত্তরটা পেয়ে যাবেন, ইণশাল্লাহ।

এর পরও প্রশ্ন থাকলে আলেমদের জিজ্ঞাসা করে নিতে পারেন।

আহলে হক মিডিয়ার ওয়েব সাইটে গিয়ে প্রশ্ন করতে পারেন। তিন থেকে সাত দিনের মাঝে উত্তর দিয়ে দেবে ইনশাল্লাহ।

http://ahlehaqmedia.com/

অথবা মুফতি মেরাজ তাহসিনের ফেসবুক পেইজে গিয়ে উনাকে মেসেজ পাঠাতে পারেন।

https://www.facebook.com/profile.php?id=100006155237973

বা আরো যা কিছু আছে।

#HabibFAQ

    Comments:
  • Right. কমেন্টটা মুছে দিয়েছি। :-)
  • আমি ৫০ টাকা দিয়ে কাটাই। পার প্যন্ট।

1-Jun-2017 4:57 am

Published
1-Jun-2017