Post# 1497160913

11-Jun-2017 12:01 pm


আলেমদের মাঝে দ্বিমত নিয়ে কনফিউজড? ফিতনার হাদিসগুলো পড়েন, কনফিউশন দূর হয়ে যাবে, ইনশাল্লাহ।

সেখানে শুধু কোনটা ঠিক সেটাই বলা হয় নি। বরং বিভ্রান্তিকারীরা কি কি যুক্তি দেখাবে সেটাও বলে দেয়া আছে।

"কিন্তু ফিতনার হাদিস দিয়ে তো শরিয়তের কোনো হুকুম কখনো তৈরি হয় না!"

তাই? শরিয়তের বই পড়ে দেখেছেন? নাকি আপনার পছন্দের আলেমদের অন্ধ তকলিদ করে ধরে নিয়েছেন "তারা নিশ্চই পড়েছে!" কোন বইয়ে এগুলো আছে জানেন? নাকি বিভিন্ন জায়গা থেকে আংশিক কথা কাচি দিয়ে কেটে জোড়া দিয়ে মিলানো কোনো পিডিএফ পড়েছেন শুধু নেটে?

জীবন একটাই। সেটা সেক্রিফাইস কোনো সন্দেহের উপর করবেন না। কারেকশনের জন্য দ্বিতীয়বার আল্লাহ তায়ালা পাঠাবেন না। মৃত্যুর পর সবকিছুর পরিনতি অনন্ত কালের জন্য।

যে আলেমের কথার উপর আপনি জীবন দিচ্ছেন, এ রকম বহু আলেমদের দেখেছি ১০-২০ বছর পর নিজেদের মত বদলাতে। কিন্তু আপনি আবার দুনিয়াতে ফিরে এসে এটা কারেকশনের সুযোগ পাবেন না।

বড় বড় আলেমরাও ফিতনায় পড়ে। এটা ঠেকানো যায় না, আসবেই। এর পরও ইতিহাসে মুসলিমদের মূলধারা প্রায় সবসময় সঠিক পথে ছিলো।

11-Jun-2017 12:01 pm

Published
11-Jun-2017