রমজান আসে নেকি কামাইয়ের জন্য। কিন্তু ঝগড়া মানুষের নেকিগুলোকে সেভাবে ধ্বংশ করে দেয় যেমন মাথা কামালে চুল পড়ে যেতে থাকে।
রমজানে কিছু লোক ঝগড়া বিবাদ বাড়িয়ে দেয়, "সারা দিন রোজা রেখে মাথা গরম হইয়া আছে।"
খুব বেশি সাধু মানুষ যারা মাথা ঝুকিয়ে থাকে "কারো সাথে ঝগড়া করবো না", তাদেরও দেখবেন ২৬-২৭ তারিখের দিকে এমন কিছু হয়েছে যে ঝগড়া না করে পারে নি, "চুপ তো থাকা যায় না।"
সমাধান কি?
এতেকাফে বসে যাওয়া। এতেকাফের সোয়াব সে যে সারা রাত নামাজ পড়ছে তার জন্য না। বরং সে যে দুনিয়ার মানুষের ক্ষতি না করে একা একা মসজিদে বসে আছে এ জন্য। মসজিদে সারা দিন ঘুমালেও।
নামাজের সোয়াব এর উপর এক্সট্রা। শবে কদর পেলে এর উপর হাজার মাস মাল্টিপ্লাইড।
- Comments:
- Relevant:
https://www.facebook.com/habib.dhaka/posts/10153715198083176